সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি (BJP) জমানায় দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, দমন-পীড়ন বাড়ছে বলে বহুদিন ধরেই অভিযোগ করছে বিরোধীরা। এমনকি, ভারতে অসহিষ্ণুতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলও। এই প্রেক্ষিতেই দিল্লির বাসিন্দা সংখ্যালঘু পিতা-পুত্রের বেআইনিভাবে পাকিস্তানে (Pakistan) চলে যাওয়া নিয়ে চাপ বাড়ল কেন্দ্রের উপর।
ওই পিতা-পুত্রের দাবি, তাঁদের জেলে ভরে দেওয়া হোক। কিন্তু কোনওভাবেই যেন ভারতে (India) ফেরত পাঠানো না হয়। ‘হিন্দু জঙ্গি’দের ভয়েই তাঁরা দেশ ছেড়েছেন বলে দাবি করেছেন। গত সপ্তাহে অবৈধভাবে পাকিস্তানে ঢোকেন ৭০ বছরের মহম্মদ হাসনাইন এবং ৩১ বছরের ইশাক আমির। সম্পর্কে বাবা-ছেলে। ভারত থেকে সংযুক্ত আমিরশাহি হয়ে তাঁরা আফগানিস্তান যান। সেখান থেকে পাক-আফগান সীমান্ত দিয়ে শেষ পর্যন্ত করাচিতে পৌঁছন।
[আরও পড়ুন: ‘দেশের সবচেয়ে বড় প্রতারক ইসকন, কসাইদের কাছে গরু বেচে’, বিস্ফোরক মানেকা]
করাচি পুলিশের দাবি, দেশে সংখ্যাগুরুদের অত্যাচারে প্রাণহানির আশঙ্কা থেকেই তাঁরা পালিয়েছেন। পাকিস্তানে আশ্রয় চান। তাঁদের ‘গুপ্তচর’ বলে মনে করছে না পুলিশ। আপাতত তাঁদের আশ্রয় শিবিরে রাখা হয়েছে। অন্য একটি সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর তাঁরা ভারতে সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রতিবাদে করাচি প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান। দেশে ফিরলেই তাঁদের মেরে ফেলা হবে বলে জানিয়েছেন মহম্মদ-ইশাকরা।
পাকিস্তানে মরলে কবরের মাটি পাবেন, কিন্তু ভারতে তা-ও জুটবে না বলে তাঁরা দাবি করেছেন। হাসনাইন জানান, আরও অনেক সংখ্যালঘু দেশ ছেড়েছেন বিজেপি আমলে। যাঁদের অর্থ আছে, তাঁরা ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, কানাডায় আস্তানা গেড়েছেন। আরও অনেকে চলে গিয়েছেন তুরস্ক, আজারবাইজান, মালয়েশিয়ার মতো দেশে। অত টাকা নেই বলে তাঁরা পাকিস্তানে এসেছেন।