shono
Advertisement

Breaking News

ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের

যাঁরা আটক হয়েছেন, তাঁদের ক্ষেত্রে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়৷ The post ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:41 AM Jan 29, 2017Updated: 06:11 AM Jan 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে জারি নিষেধাজ্ঞা৷ কিন্তু সে নিষেধাজ্ঞা ধাক্কা খেল খোদ তাঁর দেশের আদালতেই৷ ওই দেশগুলি থেকে আসা নাগরিকদের আটক করার উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রুকলিনের একটি আদালত৷ এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ চলছে বিমানবন্দরগুলিতে৷

Advertisement

আমেরিকায় শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে সরব মালালা

মুসলিমপ্রধান দেশগুলির নাগরিকদের মার্কিন মুলুকে পা রাখায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই বিমানবন্দরে আটক করা হয়েছে বেশ কিছু মানুষকে৷ যথাযথ ভিসা থাকা সত্ত্বেও তাঁদের এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়৷ এঁদের স্বার্থেই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন(এসিএলইউ) একটি পিটিশন দাখিল করে৷ তার প্রেক্ষিতেই ট্রাম্পের নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশ জারি করল ওই আদালত৷

ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হওয়া মাত্র রাতারাতি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন মুলুকে৷ আচমকা এ নিয়ম লাগু হওয়ায় সাত দেশের যে সমস্ত মানুষ আমেরিকায় কাজ করছিলেন তাঁদের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ অনেক ক্ষেত্রেই বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে৷ কিন্তু তার আগেই আমেরিকায় কর্মীদের প্রবেশ নিষেধ হয়ে গিয়েছে৷ ফলত নিয়ম অনুযায়ী বিমানবন্দরে তাঁদের আটক করা হয়৷  কিন্তু প্রত্যেকের কাছেই আছে মার্কিন ভিসা৷ অর্থাৎ একদিকে মার্কিন সরকারের অনুমতি নিয়েই তাঁরা সে মুলুকে পা রাখছেন,  অন্যদিকে জারি হওয়া নিষেধাজ্ঞায় নিয়ম লঙ্ঘনের জন্য তাঁদের আটক হতে হচ্ছে৷ এই পরিস্থিতিতেই আটক মানুষদের হয়ে সওয়াল করে এসিএলইউ৷ সে প্রেক্ষিতেই আদালতের সাময়িক স্থগিতাদেশ৷ কারা কারা আটক হয়েছেন তাঁদের তালিকাও জমা দিতে বলা হয়েছে প্রশাসনকে৷ কিন্তু যাঁরা আটক হয়েছেন, তাঁদের ক্ষেত্রে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়৷

Statement from ACLU met with crowd erupting in cheer pic.twitter.com/abgcrV3Q9z

— grace spelman (@GraceSpelman) January 29, 2017

ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

The post ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ আদালতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement