shono
Advertisement

নতুন অফিসে যোগ দিয়েছেন? এই কাজগুলি ভুলেও করবেন না কিন্তু

কোন কোন কাজে নিষেধ? The post নতুন অফিসে যোগ দিয়েছেন? এই কাজগুলি ভুলেও করবেন না কিন্তু appeared first on Sangbad Pratidin.
Posted: 07:17 PM Aug 09, 2018Updated: 07:47 PM Aug 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নতুন অফিসে যোগ দিয়েছেন৷  সবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে আপনার৷ এই সময়টি আপনার ইমেজ তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ সময় নিন কিছুটা৷ সহকর্মীদের সঙ্গে গড়ে তুলুন সুসম্পর্ক৷ মনে রাখবেন ভাল টিম ওয়ার্কারই কিন্তু সফলতা পায় চাকরি জীবনে৷

Advertisement

[অফিস যাচ্ছেন আর সঙ্গে এগুলি নেই? সমস্যায় পড়তে পারেন কিন্তু!]

কাজের পদ্ধতি রপ্ত করার চেষ্টা করুন: কোন সহকর্মী কেমন, কার কী কাজ, গসিপ এসব নিয়ে চাকরির প্রথম মাসে বেশি আলোচনা না করাই ভাল৷ বরং মন দিন নিজের কাজে৷ আপনার সহকর্মীর থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাজের পদ্ধতি রপ্ত করার চেষ্টা করুন৷ কে বলতে পারে? এভাবেই হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসাও জুটতে পারে আপনার কপালে৷  

[বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ]

নিজের ব্যক্তিত্ব হারাবেন না:  নতুন জায়গার কৌশল রপ্ত করতেই হবে আপনাকে৷ কিন্তু নজর রাখুন সেই কৌশল শেখাতে গিয়ে কেউ যেন আপনাকে দমিয়ে রাখার চেষ্টা না করে৷ আর যদি মনে হয়, কেউ আপনার সঙ্গে সেই ব্যবহার করার চেষ্টা করছে, তবে তাঁকেও আপনি কৌশলে বুঝিয়ে দিন এই অফিসে আপনি নতুন হলেও চাকরি জীবনে নবাগত নন৷ এ বিষয়ে দৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ যেন পায়, সেদিকে খেয়াল রাখুন৷

পেশাদার হয়ে উঠুন:  চাকরির ব্যাপারে হয়ে উঠুন পেশাদার৷ নির্দিষ্ট সময়ে অফিসে আসুন৷  অফিস থেকে বেরোন ঘড়ি ধরেই৷ দুপুরে খাওয়াদাওয়া করতে গিয়ে বা চা খেতে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট না করাই ভাল৷

[হাওড়ায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ]

সহকর্মীদের মনোভাব বোঝার চেষ্টা করুন:  দু-তিন সপ্তাহ অফিসে তো কাটালেন৷ প্রতিদিন আট-নঘণ্টা ধরে যাঁদের পাশে বসে কাজ করছেন, তাঁদের বোঝার চেষ্টা করুন৷ ভাবুন, তাঁদের আপনার সম্পর্কে কোনও ভুল ধারনা তৈরি হচ্ছে না তো? আর যদি তৈরি হয়, তবে তা এখুনি পরিবর্তন করার চেষ্টা করুন৷

[নিরাপত্তা বাহিনীতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

হাসিঠাট্টা করার আগে ভাবুন:  ধরুন আপনার সহকর্মীরা এক্বেবারেই বন্ধুর মতো৷ সবার সঙ্গে দিব্যি হাসিঠাট্টা করেই অফিসে সময় কাটাচ্ছেন আপনি৷ সবার সঙ্গে হাসিঠাট্টায় তাল মেলাতে গিয়ে কাউকে আঘাত করবেন না যেন৷ তাই কারোর সঙ্গে মজা করার আগে ভাল করে ভেবে নিন, তিনি আপনার রসিকতা মেনে নিতে পারবেন তো? খারাপ লাগলে তার কাছে গিয়ে ভুল স্বীকার করতেও ভুলবেন না৷

The post নতুন অফিসে যোগ দিয়েছেন? এই কাজগুলি ভুলেও করবেন না কিন্তু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement