shono
Advertisement

চেকে Credit Card-এর বিল জমা দিলে দিতে হতে পারে জরিমানা

সিদ্ধান্ত নিতে চলেছে SBI... The post চেকে Credit Card-এর বিল জমা দিলে দিতে হতে পারে জরিমানা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Apr 18, 2017Updated: 12:27 PM Apr 18, 2017

স্টাফ রিপোর্টার: এবার থেকে চেক মারফত ক্রেডিট কার্ডের বিল মেটালে বড়সড় জরিমানা ধার্য করতে পারে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)৷ গ্রাহকদের বলা হয়েছে, ২ হাজার টাকার নিচের যে কোনও মূল্য চেক মারফত মেটালে প্রতিবার ১০০ টাকা করে কাটা হবে৷ এসবিআই কার্ডের ম্যানেজিং ডিরেক্টর বিজয় জাসুজা এই প্রসঙ্গে বলেন, বড় সংখ্যক গ্রাহক অনেক দেরিতে ড্রপবক্সে চেক দেন৷ বেশিরভাগ সময়ই দেরিতে মূল্য দেওয়ার লেট পেমেণ্ট চার্জ নিয়ে ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকের বচসা হয়৷ এর ফল ভুগছে ব্যাঙ্ক৷ আলোচনার পর দেখা গিয়েছে, প্রতিবার ব্যাঙ্ক এক ভুল করছে তা নয়৷ চেক জমা দেওয়া ও সংগ্রহের তারিখের মধ্যে বিস্তর ফারাক রয়েছে৷ তাই এই সিদ্ধান্ত।

Advertisement

[পুরীর মন্দিরে মমতার পুজো দেওয়া নিয়ে অপপ্রচার, গ্রেফতার এক সেবাইত]

জাসুজা বলেন, প্রায় ৯২ শতাংশ গ্রাহকই চেক ছাড়াই বিল মেটান৷ ৮ শতাংশ গ্রাহক এখনও চেক ব্যবহার করেন৷ ৮ শতাংশের মধ্যে ৬ শতাংশেরই বিল দুই হাজার টাকার উপরে৷ ফলে মাত্র ২ শতাংশ গ্রাহক এতে প্রভাবিত হবেন৷ এসবিআই কার্ডের সঙ্গে ব্যাঙ্কের সরাসরি কোনও যোগ নেই৷ দেশের একমাত্র সংস্থা যেটি আর্থিক সংস্থা হিসাবেও স্বীকৃত, ফলে চেক সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আলাদা করে মূল্য দিতে হয়৷ সেই মূল্য (চার্জ) এড়াতেই এই সিদ্ধান্ত৷

[‘৪.৩ কোটি বিধবা মহিলাদের নিয়ে সংবাদমাধ্যমের মাথাব্যথা নেই!’]

জাসুজা বলেন, চেক পেমেন্ট করার জন্য যেমন জরিমানা নেওয়া হবে,  তেমন অনলাইন বা অন্যান্য ‘পেপারলেস পেমেন্ট’-এর জন্য ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, পেমেণ্টের জন্য অসংখ্য অপশন রয়েছে৷ শুধু ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন বা ডেস্কটপ প্রয়োজন৷ অন্যদিকে, চলতি মাসের গোড়াতেই এসবিআই-এর নিয়মানুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউণ্টে ন্যূনতম ব্যালান্স পাঁচ হাজার টাকা না থাকলে জরিমানা ধার্যের সিদ্ধান্ত লাগু হয়েছে৷ গ্রামাঞ্চলে ২০ টাকা ও শহরের ক্ষেত্রে ১০০ টাকা জরিমানা দিতে হবে৷

The post চেকে Credit Card-এর বিল জমা দিলে দিতে হতে পারে জরিমানা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার