সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাসপাতালে ভর্তি থাকা অন্তত ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। চিকিৎসা চলাকালীনই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল শিশু হাসপাতালে, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
দিল্লির দমকল সূত্রে খবর, শনিবার রাতে আগুন লাগে পূর্ব দিল্লির (Delhi) বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে। রাত সাড়ে এগারোটা নাগাদ হাসপাতালে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। ওইসময় হাসপাতালে একাধিক শিশু চিকিৎসাধীন ছিল। তার মধ্যে ছিল বেশ কয়েকজন সদ্যোজাতও।
[আরও পড়ুন: তীর্থযাত্রীদের বাসে ধাক্কা পাথরবোঝাই ট্রাকের!মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত অন্তত ১১]
জানা গিয়েছে, ১২ জন সদ্যোজাতকে উদ্ধার করতে পেরেছিলেন দমকলকর্মীরা। কিন্তু হাসপাতালেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ সদ্যোজাতের। রবিবার সকালে আরও এক সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় এখনও পাঁচ শিশু চিকিৎসাধীন রয়েছে।
কীভাবে আগুন লাগল হাসপাতালে তা এখনও জানা যায়নি। আগুন নেভানোর যথাযথ বন্দোবস্ত ছিল কিনা, কেন ব্যবস্থা রাখা হয়নি-এমন নানা প্রশ্ন উঠছে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, শনিবার দিল্লির আরও একটি এলাকায় আগুন লাগার খবর মিলেছে। শাহদারা এলাকায় একটি বাড়িতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দমকল গিয়ে ওই বাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে। আপাতত সকলে সুস্থ রয়েছেন বলেই খবর।