নিরুফা খাতুন: শহরে ফের অগ্নিকাণ্ড। এবার স্ট্র্যান্ড রোডের ফুলের মার্কেটে কাছে দোকানে আগুন। পুড়েছে আশপাশের কয়েকটি দোকানও। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। আতঙ্ক স্থানীয়দের মধ্যে। তবে হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পৌনে একটা নাগাদ হাওড়া ফুল মার্কেটের কাছের একটি পান, বিড়ির দোকানে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলো। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তদন্তের পর তা জানা যাবে বলে মত দমকল আধিকারিকদের।
সাম্প্রতিক সময়ে বার বার শহরের বুকে বিভিন্ন বসতিতে আগুন লাগায় প্রশ্ন উঠছে। গত রবিবার বিধাননগর রেল লাইনের পাশের বসতিতে আগুন লাগে। পুড়ে যায় ১০-১২টি ঝুপড়ি। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। দমকলের ৬টি ইঞ্জিন ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বসতিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় চারটি ঝুপড়ি। বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরও ছড়িয়ে পড়েছিল বলে জানা যায়। দিন কয়েক আগে ভবানীপুরের বিজলি সিনেমা হলের পাশের ঝুপড়িতে আগুন ধরে যায়। সেই আতঙ্ক কাটতে না কাটতে ফের এই অগ্নিকাণ্ড।