shono
Advertisement

পদ্মার বুকে নয়, পুকুরে জাল ফেলে উঠল প্রায় একশো ইলিশ! হইহই বাংলাদেশের বরগুনায়

পুকুরে কীভাবে ইলিশ এল? নয়া গবেষণার বিষয়, বলছেন মৎস্য আধিকারিক।
Posted: 04:19 PM Aug 20, 2023Updated: 04:38 PM Aug 20, 2023

সুকুমার সরকার, ঢাকা: সে এক অভাবনীয় কাণ্ড! বদ্ধ জলাশয়েও কিনা মিলল বাঙালির চরম রসনা তৃপ্তির ইলিশ মাছ (Hilsa)! তাও একটা, দুটো নয়, প্রায় একশো ইলিশ। বাংলাদেশের (Bangladesh) বরগুনায় পুকুরে জাল ফেলে মিলেছে রুপোলি শস্য। পুকুরে এই পরিমাণ ইলিশ ওঠায় চরম ধন্দে মৎস্য বিশেষজ্ঞরাও।

Advertisement

মূলত বর্ষায় প্রজননের সময় এই ইলিশ সমুদ্রের খর জল থেকে নদীর মৃদু জলে এসে প্রবেশ করে। মা ইলিশ নদীর জলে ডিম পাড়ে। তাই এই সময়েই ইলিশের আমদানি ঘটে বাংলার নদীগুলির মোহনায়। মূলত পদ্মা নদীর ইলিশ স্বাদ ও গন্ধের জন্য জগৎ বিখ্যাত। তবে পদ্মা ছাড়াও অনেক নদীতে ইলিশ পাওয়া যায়। কিন্তু এবার নদী বাদ দিয়ে পুকুরেও (Pond) মিলল ইলিশ! একটি বা দু’টি নয়, বরগুনা ওই পুকুরে কমপক্ষে ৯৫ টি ইলিশ মাছ ধরা হল এক্কেবারে জ্যান্ত অবস্থায়।

[আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডে নয়া মোড়, আচমকাই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স]

বিজ্ঞানীদের কথায়, এটি একেবারে অসম্ভব। সূত্রের খবর, বাংলাদেশের দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুরের একটি বড় পুকুরে ধরা পড়েছে ওই জ্যান্ত ইলিশগুলি। ওই মাছগুলির ওজন ৪০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। গত মঙ্গলবার ওই পুকুরে জাল ফেলতে প্রথমে জালে উঠে আসে জ্যান্ত ১১টি ইলিশ। ইলিশ দেখে প্রথমে সবাই অবাক হয়ে যান। ফের জাল ফেলা হয় ওই পুকুরে। কয়েকবার জাল ফেলার পরে মোট ৯৫টি ইলিশ পাওয়া যায় পুকুর থেকে। আর এই ঘটনায় সকলেই হতবাক। কারণ পুকুরে ইলিশ বেড়ে ওঠা কার্যত অসম্ভব বিষয়।

[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]

কিন্তু এই পুকুরে কিভাবে মিলল এত পরিমাণ ইলিশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলাদেশের বরগুনা জেলার মৎস্য আধিকারিক বিশ্বজিৎ কুমার দেবের দ্বারস্থ হন মৎস্যজীবীরা। তিনি বলেন, ‘‘পুকুরে ইলিশ মাছ বেড়ে ওঠার কোন‌ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আমার ধারণা, নদী থেকে হয়ত খোকা (স্থানীয় ভাষায়) ঝাটকা ইলিশগুলি সাগরে ফেরার পথে কোথাও বাধা পেয়ে ছোট খাল বা জোয়ারের জলে ভেসে এসে এই পুকুরে ঢুকেছিল। এখন এটি গবেষণার (Research) বিষয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement