shono
Advertisement

Breaking News

রিটার্ন পলিসি আমূল বদলে ফেলল ফ্লিপকার্ট

আগামী ২০ জুন থেকে চালু হবে নয়া নিয়ম। The post রিটার্ন পলিসি আমূল বদলে ফেলল ফ্লিপকার্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 01:22 PM Jun 06, 2016Updated: 06:02 PM Apr 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ দিনের ‘রিটার্ন উইন্ডো’ কমিয়ে ১০ দিনে নামিয়ে আনল ফ্লিপকার্ট৷ এতদিন ফ্লিপকার্ট থেকে কোনও পণ্য কেনার পরে তা পছন্দ না হলে গ্রাহককে একমাসের মধ্যে ফেরত পাঠাতে হত। তাহলেই গ্রাহককে ওই পণ্য বদলে দিত জনপ্রিয় ই-কমার্স সাইটটি৷ কিন্তু এবার ফ্লিপকার্ট তাদের ‘রিটার্ন পলিসি’ আমূল বদলে ফেলল৷ এবার থেকে কোনও পণ্য একবার কিনে ফেলে না-পসন্দ হলে আগামী ১০ দিনের মধ্যে ফেরত পাঠাতে হবে ফ্লিপকার্টকে৷ তাহলেই ওই পণ্য বদলে দেবে ফ্লিপকার্ট৷ আগামী ২০ জুন থেকে চালু হবে নয়া নিয়ম।

Advertisement

ফ্লিপকার্টের ‘নো কোয়েশ্চেন আস্কড রিটার্ন পলিসি’ ব্যয়বহুল হয়ে উঠছিল বলে সংস্থা সূত্রে খবর৷ একবার কোনও বিক্রিত পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে, ফের সেই পণ্য দফতরে ফেরত এনে, নতুন পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া- একদিকে যেমন ব্যয়বহুল তেমনই মানবসম্পদের অপচয় বলে মনে করছেন ই-কমার্স সাইটটির কর্তারা৷ এমনও দেখা গিয়েছে, অনেক গ্রাহক অযথাই পণ্য পাল্টানোর আবেদন জানাচ্ছেন৷ এতে সময় ও অর্থ- দুই নষ্ট হচ্ছিল৷ তাই ৩০ দিন নয়, ফ্লিপকার্ট থেকে কেনা পণ্য পাল্টাতে এবার আপনি সময় পাবেন মাত্র ১০ দিন৷ নয়া নিয়ম লাগু হবে মোবাইল, বই, বৈদ্যুতিন পণ্যর উপরে৷ তবে পোশাক, গহনা, জুতো ও ঘড়ির ক্ষেত্রে ‘রিটার্ন পলিসি’ ৩০ দিনই বহাল থাকছে৷

The post রিটার্ন পলিসি আমূল বদলে ফেলল ফ্লিপকার্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement