সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba) মোহনবাগানে (Mohun Bagan) সই করেছেন আগেই। তাঁকে নিয়ে জোর চর্চা ভারতীয় ফুটবলে। এবার তাঁর প্রাক্তন সতীর্থর নতুন ঠিকানাও কলকাতা। তবে ‘বন্ধু’ ওসমানে এন’ ডিয়া (Ousmane N’Diaye) আসছেন মহামেডান স্পোর্টিংয়ে। ফ্লোরেন্টিন পোগবা ও ওসমানে ২০১৮ সালে একসঙ্গে খেলেছেন তুরস্কের ক্লাব গ্যাঞ্চলারবেরলিতে। সেই ওসমানে এন’ ডিয়ার পিঠে এবার উঠবে সাদা-কালো জার্সি। ফ্লোরেন্টিন পোগবার মতোই ডিফেন্ডার তিনি। দলের রক্ষণভাগ শক্তিশালী করতে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) সই করাল ওসমানেকে।
নতুন মরশুমের দলগঠনে চমক দিয়েই চলেছে মহামেডান স্পোর্টিং। সেনেগালের ৩০ বছরের ডিফেন্ডার ফ্রান্সের অলিম্পিক লিয়ঁ-র যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা ওসমানে এর আগে খেলেছেন ফরাসি লিগ টায়ার টু-তে। খেলেছেন তুরস্কের সুপার লিগ, এমনকী মলডোভা, কাজাখস্তানের টপ ডিভিশনে।
[আরও পড়ুন: রোহিতের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়ক হবেন না কোহলি! তাহলে বিকল্প কে?]
এর আগে মাঝমাঠকে শক্তিশালী করতে তাজিকিস্তানের জাতীয় দলের ফুটবলার নুরিদ্দিন ডাভরোনভকে দলে নিয়েছে মহামেডান। চতুর্থ বিদেশি হিসেবে একজন ফরোয়ার্ডকে চাইছেন সাদা-কালো কর্তারা। চলতি সপ্তাহের শেষেই অনুশীলন শুরুর ভাবনা মহামেডানের।
গতবারের আই লিগে রানার্স হয়েছে মহামেডান স্পোর্টিং। গোকুলাম কেরালার কাছে শেষ ম্যাচে হেরে যাওয়ায় আই লিগে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় সাদা-কালো শিবিরকে। রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিসভের সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে মহামেডান স্পোর্টিং। বিদেশি ফুটবলার সইও চলছে সাদা-কালো শিবির। দল প্রায় গুছিয়ে ফেলেছে তারা।