shono
Advertisement

Breaking News

যানজটের ক্লান্তি কাটাতে রাস্তাতেই যোগাসন এই মহিলার

আপনি যানজটে ফাঁসলে কোন উপায় অবলম্বন করবেন? The post যানজটের ক্লান্তি কাটাতে রাস্তাতেই যোগাসন এই মহিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:40 PM May 12, 2017Updated: 10:10 AM May 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরম৷ তার উপর রাস্তায় বেরোলেই যানজট৷ ঘণ্টাখানেক রাস্তায় আটকে৷ ঘেমেনেয়ে ক্লান্ত হয়ে কী করবেন? এর একটা উত্তর হতে পারে যোগাসন৷ অন্ততঃ মার্কিন মুলুকের এই মহিলার তাই মত৷ ফ্লোরিডার মারাত্মক যানজটে আটকে শেষপর্যন্ত ভারতীয় সনাতন প্রথাকেই ক্লান্তি কাটাতে বেছে নিলেন এই সাংবাদিক৷ জাতীয় সড়কের উপর চাদর বিছিয়ে করলেন ভুজঙ্গাসন৷ সহযাত্রীকে দিয়ে তোলালেন নিজের ছবিও৷

Advertisement

 

[ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ]

নিজের এই ছবি টুইটারে ক্রিস্টিন বর্নসেন নামের ওই মহিলা৷ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ক্রিস্টিন লেখেন, জাতীয় সড়কে দীর্ঘক্ষণ আটকে থাকায় মনের জট সরাতেই এই আসনের কথা ভেবেছিলেন তিনি৷ তাঁর মত, খুব ক্লান্ত হয়ে থাকলে এই যোগাসনই একমাত্র নিরাময় হতে পারে৷ তবে জাতীয় সড়কের মতো জায়গায় এসব খুব বেশি না করাই ভাল বলে জানিয়েছেন তিনি৷

দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকেছিলেন ক্রিস্টিন৷ মায়ামির জাতীয় সড়কে প্রায় আঁতকে ওঠার মতো যানজটে স্তব্ধ ছিল রাস্তাঘাট৷ বুধবার ক্রিস্টিনের গাড়ির পেট্রেলের অবস্থাও ছিল তথৈবচ৷ প্রথমে জানলা দিয়েই দেখেন, আশপাশে গাড়ি ছাড়া আর কোথাও কিছু নেই৷ বাধ্য হয়েই গাড়ি থেকে নেমে আসেন তিনি৷ গাড়ির ইঞ্জিনও বন্ধ করে দেন৷ উপর থেকে আশপাশটা দেখতেও নাকি মন্দ লাগছিল না তাঁর৷ নিজেকে চাঙ্গা রাখার এই উপায়ের কথা তখনই মাথায় আসে তাঁর৷ শুরু করেন ভুজঙ্গাসন৷ পাশের গাড়ির এক ব্যক্তিকে ডেকে নেন তাঁর ছবি তুলে দেওয়ার জন্য৷ সেই ছবিই টুইটারে পোস্ট করেছেন তিনি৷

[চলতি আইপিএল-এ ফের গড়াপেটার ছায়া, গ্রেপ্তার তিন বুকি]

মায়ামি নিউ টাইমসে চাকরি করেন ক্রিস্টিন৷ নিজের এই অভিজ্ঞতা নিয়ে সেখানে একটি ব্লগও লেখেন তিনি৷ তাঁর ছবি দেখে পাঠকরা প্রত্যেকেই সদর্থক প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তবে জাতীয় সড়কের মতো স্থানে ঝুঁকি নিয়ে এমন কাজ না করার পরামর্শও দিয়েছেন অনেকে৷ এ নিয়ে অল্প-স্বল্প অপরাধবোধ যে তাঁর মধ্যে কাজ করেনি তা নয়, তাই নিজে ঝোঁকের বশে করে ফেললেও অন্যদের এমন কাজে উৎসাহ মোটেও দিতে চান না ক্রিস্টিন৷ তবে এটা নাকি তাঁর ‘লাইফটাইম এক্সপিরিয়েন্স’ ছিল৷

[রুবি হাসপাতালে ভুয়ো ডাক্তারের হদিশ পেল সিআইডি]

 

The post যানজটের ক্লান্তি কাটাতে রাস্তাতেই যোগাসন এই মহিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement