shono
Advertisement

Breaking News

মসজিদ থেকে জঙ্গিদের তাড়ান, কড়া বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের

বরাবরই ইসলাম বিরোধী বলে পরিচত ট্রাম্প৷ The post মসজিদ থেকে জঙ্গিদের তাড়ান, কড়া বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM May 20, 2017Updated: 03:38 PM May 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউস দখলের পর এই প্রথম বিদেশ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মধ্য প্রাচ্যে তাঁর এই ম্যারাথন সফরে মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রতি ট্রাম্প বলবেন, ‘শুভ ও অশুভর মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে৷’ মুসলিম রাষ্ট্রগুলির নেতাদের প্রতি কড়া বার্তা দেবেন, “মসজিদ থেকে জঙ্গিদের বিতারিত করুন৷” সৌদি আরবে সফরের সময় ৫০টিরও বেশি মুসলিম রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প৷ সৌদি ছাড়াও এই সফরে ইজরায়েল, ভ্যাটিকান, বেলজিয়াম ও ইটালি যাবেন মার্কিন প্রেসিডেন্ট৷

Advertisement

‘কাসভের থেকে বড় জঙ্গি কুলভূষণ’

এর আগেও মুসলিম ও মুসলিম প্রধান রাষ্ট্রগুলির প্রতি কড়া বার্তা শুনিয়েছেন ট্রাম্প৷ তবে ভোটের আগে যে ভাষা তিনি ব্যবহার করতেন, বর্তমানে তার চেয়ে অনেকটাই সংযত ট্রাম্প৷ এর কারণ হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই এখন ট্রাম্পের পাখির চোখ৷ আগামী রবিবার মুসলিম রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করবেন ট্রাম্প৷ বিশ্বশান্তি, অর্থনতিক উন্নয়নের লক্ষ্যে ওই বৈঠকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করবেন ট্রাম্প৷ তবে জঙ্গিদের নিয়ে আমেরিকার ‘জিরো টলারেন্স’ নীতি থেকে সরছেন না ট্রাম্প৷ মুসলিম রাষ্ট্রগুলিকে ট্রাম্প বলবেন, “আমি কোনও লেকচার দিতে আসিনি৷ আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে এসেছি৷ আমাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে আমাদের৷”


বিদেশ সফরে ট্রাম্পের বক্তব্যের খসড়া প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি৷ হোয়াইট সূত্রে স্বীকার করে নেওয়া হয়েছে, এটাই ট্রাম্পের ভাষণের খসড়া৷ তবে একেবারে শেষ মুহূর্তে এতে কিছু পরিবর্তন আনা হতে পারে৷ বরাবরই ইসলাম বিরোধী বলে পরিচত ট্রাম্প৷ এমনকী, তিনি এও বলেছেন, “আমার মনে হয় ইসলাম আমাদের ঘৃণা করে৷” অন্তত দু’বার নির্দিষ্ট কয়েকটি মুসলিম দেশগুলির নাগরিকদের আমেরিকাই প্রবেশ আটকাতে গিয়েছিলেন ট্রাম্প৷ যদিও শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে সেই নীতি কার্যকর হয়নি৷ শুক্রবার বিকেলে রিয়াধের উদ্দেশে উড়ে গিয়েছেন৷

.@POTUS boards Air Force One and begins his 1st international trip as President.
Follow along at https://t.co/8VVyuNViju#POTUSAbroad pic.twitter.com/zGaqy8kogs

— Department of State (@StateDept) May 19, 2017

The post মসজিদ থেকে জঙ্গিদের তাড়ান, কড়া বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement