সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ডিফেন্ডারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কী? 'নাটমেগ' হওয়া। অর্থাৎ দু'পায়ের ফাঁক দিয়ে যদি বিপক্ষের স্ট্রাইকার বল বের করে নেওয়া। নিজের সেরা সময়ে প্রতিপক্ষের সঙ্গে এরকম বহুবার ছিনিমিনি খেলেছেন লুইস সুয়ারেজ। এবার যেন তাঁদের হয়ে 'বদলা' নিল ১৩ বছরের কিশোরী তনিষ্কা কাওয়াড়ে। ওয়াংখেড়েতে সুয়ারেজের দু'পায়ের ফাঁকা দিয়ে বল গলিয়ে দিল তনিষ্কা। পাশে দাঁড়িয়ে লিওনেল মেসি তখন হাসছেন। ও, মজার বিষয় হল, তনিষ্কার স্বপ্ন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা করার।
'গোট ট্যুরে' রবিবার ছিল মেসির মুম্বই সফর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন তেণ্ডুলকরের সঙ্গে মেসির সাক্ষাতের মুহূর্ত ভাইরাল। আরও একটি মুহূর্ত ছড়িয়ে পড়েছে। যার মূল চরিত্র সুয়ারেজ। 'প্রজেক্ট মহাদেব'-এর অংশ কয়েকজন কিশোরীর সঙ্গে খেলায় মাতেন উরুগুয়ের ফুটবলার। হঠাৎই তনিষ্কা সুয়ারেজের পায়ের ফাঁকা দিয়ে বল গলিয়ে দেন। 'নাটমেগ' হয়ে চমকে ওঠেন তিনি। অন্যদিকে মেসি হাসতে থাকেন।
কেমন লাগল সুয়ারেজের মতো কিংবদন্তি ফুটবলারকে 'বোকা' বানিয়ে? একটি সংবাদমাধ্যমে তনিষ্কা বলেন, "উনি কিছু বলতেই পারছিলেন না। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ছিলেন। আমার তো দারুণ লাগছে। আমার স্বপ্ন রোনাল্ডোর সঙ্গে দেখা করার। কিন্তু আমি মেসির সঙ্গে দেখা করতে পারলাম। পুরোটাই স্বপ্নের মতো লাগছে।"
উল্লেখ্য, মেসির হাত দিয়ে 'প্রজেক্ট মহাদেব' উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এই প্রকল্পের সঙ্গে অভিনেতা টাইগার স্রফও যুক্ত। যেখানে ৬০ জন প্রতিভাবান কিশোরী ফুটবলারকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামী ৫ বছরের জন্য প্রতি মাসে ২০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
