সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ইতিহাস খুদে ফুটবলারের। ইউরোপের ক্লাবে সুযোগ পেয়েছে ৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আরবান নেগি (Urban Negi)। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভার্টন এফসি'র ইউথ অ্যাকাডেমিতে সই করেছে সে। অনূর্ধ্ব-৯ দলে যোগ দিতে চলেছে নেগি। এমন খবরে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলমহল।
ছোটবেলা থেকেই ফুটবল অন্তপ্রাণ নেগি। ৭ বছর বয়সের মধ্যেই দক্ষিণ লন্ডনের ডায়নামো ইয়ুথ এফসিতে সাড়া ফেলে দিয়েছিল সে। ড্রিবলিং, স্কিল, বলের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা তাকে ব্যতিক্রমী করে তুলেছিল। নিখুঁত ফুটবলই তার জন্য এভারটনের বিখ্যাত ফিঞ্চ ফার্ম অ্যাকাডেমির দরজা খুলে দেয়। ওয়েন রুনি এবং অ্যান্থনি গর্ডনের মতো ফুটবলারও এই ফিঞ্চ ফার্ম থেকে উঠে এসে বিশ্বজয় করেছেন। আরবার নেগি তাঁদের পদাঙ্ক অনুসরণ করতে পারে কি না, তা সময়ই বলবে।
জানা গিয়েছে এভার্টনে টেকনিক্যাল ডিরেক্টর নিক কক্সের অধীনে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে সে। এখন বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত ভারতীয় বংশোদ্ভূত বিস্ময়বালক। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার নেগির (Urban Negi) পরিবার দক্ষিণ এশিয়ার বাসিন্দা। এখন এই খুদে ফুটবলারের পরিবার দক্ষিণ-পূর্ব লন্ডনে থাকেন। এভার্টন এফসি'র অ্যাকাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ভারতীয় ফুটবল অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
খুদে ফুটবলারের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে তাকে চুটিয়ে ফুটবল খেলতে দেখা গিয়েছে। বলের লড়াইয়ে বিপক্ষ ফুটবলারদের একচুটকিতে পরাস্তও করছে সে। অসাধারণ গতির অধিকারী সে। খুদে এই প্রতিভা এভারটনের ১০ নম্বর খেলোয়াড় ইলিমান এনদিয়ায়ে বড় ভক্ত। উল্লেখ্য, মাইকেল চোপড়া এবং নিল টেলরের মতো ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার এর আগে প্রিমিয়ার লিগ খেলেছেন। জুনিয়রদের দল হলেও এভার্টনে সই করে তালিকায় নতুন সংযোজন আরবান নেগি।
