সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের মাটিতে কি খেলবেন? বুধবার রাতেই এসিএল ২-র গ্রুপ পর্বের ম্যাচে আল নাসের বিরুদ্ধে নামবেন সন্দেশ ঝিঙ্ঘানরা। রিটার্ন লেগের সেই ম্যাচে আল নাসেরের স্কোয়াডে রাখা হয়েছে পর্তুগিজ কিংবদন্তির নাম। তাঁকে কি প্রথম থেকেই খেলাবে আল নাসের? রোনাল্ডোর বিরুদ্ধে খেলার স্বপ্নপূরণ হবে উদান্তা সিংদের?
এমনিতে এসিএল ২-তে পরের পর্বের যাওয়ার সম্ভাবনা নেই গোয়ার। তবে ভারতের মাটিতে আল নাসেরের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করে হেরেছিল মানোলো মার্কেজের দল। সেই ম্যাচ নিয়ে প্রবল উন্মাদনা ছিল দেশের ফুটবল ভক্তদের মধ্যে। ফতোরদা স্টেডিয়ামে ব্যাপক সংখ্যায় হাজির হয়েছিলেন সমর্থকরা। রোনাল্ডো আসেননি ঠিকই, তবে সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানের মতো তারকারা খেলেছিলেন।
কিন্তু সৌদির রিয়াধে ফিরতি লিগে রোনাল্ডোকে স্কোয়াডে রেখেছেন আল নাসের কোচ জর্জে জেসুস। এই মুহূর্তে দুরন্ত ছন্দে আছেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। কিছুদিন আগেই ৯৫০তম গোলটি করেছেন। গোয়ার বিরুদ্ধেই কি ১০০০ গোলের দিকে সফরটা শুরু হবে? একটা মত হচ্ছে, এই ম্যাচে স্কোয়াডে থাকলেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। অর্থাৎ তিনি রিজার্ভ বেঞ্চে থাকবেন। কিন্তু বদলি হিসাবেও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাকে নামানো হতে পারে। এমনকী অনুশীলনে ঘামও ঝরিয়েছেন তিনি।
সিআর৭-কে ভারতে না খেলানো নিয়ে জর্জে জেসুসের বক্তব্য ছিল, “সবাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভালোবাসে। ওর প্রচুর ভক্ত আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যখন সৌদি আরবের বাইরে ম্যাচ থাকবে, তখন আমরা ওকে বিশ্রাম দেব। সকলেই ওকে দেখতে চায়, ওর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। কিন্তু আমরা ঠিক করেছি, ওকে রিয়াধে রাখব। যাতে পরের ম্যাচের জন্য প্রস্তুত রাখা যায়।” এবার তো রিয়াধে ম্যাচ। আশা করা যেতেই পারে, এই ম্যাচে রোনাল্ডো খেলবেন। আল নাসের সৌদি প্রো লিগে শীর্ষে আছে। রোনাল্ডো লিগে ৮টি গোল করেছেন।
