shono
Advertisement

Breaking News

Asian Football Confederation

ইউরোপের ধাঁচে নতুন লিগের সিদ্ধান্ত এএফসি'র, আদৌ লাভ হবে ভারতীয় ফুটবলে?

কবে থেকে নতুন এই লিগ চালু হবে, তা এখনও জানানো হয়নি।
Published By: Prasenjit DuttaPosted: 08:47 AM Dec 22, 2025Updated: 09:05 AM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন লিগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এএফসি'র এই সিদ্ধান্তে আদৌ লাভ হবে ভারতীয় ফুটবলে? এতদিন  সন্দেশ জিঙ্ঘানদের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকতে হত। এই লিগ চালু হলে সেই সমস্যা হয়তো অনেকটাই সমাধান হবে। তবে কবে থেকে নতুন এই লিগ চালু হবে, তা এখনও জানানো হয়নি।

Advertisement

এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপের লিগের আদলে খুব তাড়াতাড়ি নেশনস লিগ চালু হতে চলেছে। ফিফার র‍্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার দেশগুলি এই প্রতিযোগিতায় সুযোগ পাবে। সহজ কথায় বললে, এই লিগের খেলাগুলি হবে সেয়ানে সেয়ানে। কারণ শক্তিশালী দেশের প্রতিপক্ষ হবে সমতুল্য দল। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে নামবে দুর্বল দল।

অর্থাৎ উয়েফার মতো টায়ার সিস্টেমে হবে নতুন এই লিগ। যেখানে একে অপরের মুখোমুখি হবে সম মানের দল। এই লিগের মাধ্যমে পারফরম্যান্সে উন্নতিরও সুযোগ পাবে দলগুলি। এরপর সুযোগ থাকছে পারফরম্যান্সের ভিত্তিতে বড় প্রতিযোগিতায় খেলার সুযোগ। সেই কারণে ফিফার ক্রমতালিকায় পিছিয়ে থাকা দেশগুলির কাছেও বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ হতে চলেছে। এই মুহূর্তে ঘোরতর অন্ধকারে ভারতীয় ফুটবল। খাতায় কলমে দেশের ফুটবল মরশুম শুরু হলেও আইএসএল বা আই লিগের মতো প্রতিযোগিতা এখনও শুরু করা যায়নি। তাছাড়াও ফিফার ক্রমতালিকায় ১৪২-এ নেমে গিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে এফসির নতুন লিগের ঘোষণায় আশার আলো ভারতীয় ফুটবলে।

এতদিন ফিফা উইন্ডোয় ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষই পাওয়া যেত না। সেই কারণেই আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় অংশ নেওয়া বা প্রীতি ম্যাচে নামা ছাড়া আর কোনও উপায় থাকত না। কখনও কখনও শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে নামতে হত দুর্বল দেশগুলিকে। উলটোটাও হত। তবে এএফসি'র এই প্রতিযোগিতা চালু হলে এই সমস্যা মিটতে চলেছে। নতুন এই লিগে ভারতীয় দল নিয়মিত ম্যাচ পাবে। এতে দলের মধ্যে বোঝাপড়া বাড়বে। তরুণরাও নিজেদের জায়গা পোক্ত করতে আরও উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন লিগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
  • এএফসি'র এই সিদ্ধান্তে আদৌ লাভ হবে ভারতীয় ফুটবলে?
  • এতদিন  সন্দেশ জিঙ্ঘানদের আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকতে হত।
Advertisement