সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসি’র বিরুদ্ধে কোপা বীরভূমকে ২-১ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছিল নর্থবেঙ্গল ইউনাইটেড। বেঙ্গল সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল তারা।
শনিবার বোলপুর স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। শুরু থেকেই কেউ কাউকে একচুলও জমি ছাড়তে যেন রাজি ছিল না। কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন সঞ্জু সাঁতরা। ২৬ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় উত্তরবঙ্গ। এর দুই দল বেশ কিছু সুযোগ পেলেও প্রথমার্ধ শেষে স্কোর থাকে নর্থবেঙ্গলের পক্ষে ১-০।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে গেলে বর্ধমান ব্লাস্টার্স স্ট্রাইকারদের গোলের মধ্যে ফিরতে হত। কিন্তু সমতায় ফেরা তো দূরে থাক, ৬১ মিনিটে গোল খেয়ে বসে তারা। ডেভিডের গোলে এগিয়ে যায় নর্থবেঙ্গল। এরপর বহু চেষ্টাতেও ব্যবধান কমাতে পারেনি বর্ধমান। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল থাকে ২-০। ম্যাচের সেরার পুরস্কার পান সঞ্জু সাঁতরা।
এই জয়ের পর বেঙ্গল সুপার লিগের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল নর্থবেঙ্গল। দুই ম্যাচে ৬ পয়েন্ট তাদের। তিন ম্যাচে দু'টি হার এবং একটিতে ড্র করে সাতে রয়েছে বর্ধমান। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের মগডালে ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। সম-সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জেএইচআর রয়্যাল সিটি এফসি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় সুন্দরবন বেঙ্গল অটো এফসি। হাওড়া-হুগলির থেকে গোল পার্থক্যে পিছিয়ে দুই এবং তিন নম্বর দল।
