স্টাফ রিপোর্টার: ফেডারেশনের নতুন সংবিধানের দুটি ধারা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে সাম্প্রতিক সময়ে। ২৫.৩ (সি) ও (ডি) ধারা দুটিকে নিয়ে নানা মুনির নানা মত ছিল। অবশেষে সোমবার ফেডারেশেনের বিশেষ সাধারণ সভায় সেই ধারাটি গৃহীত হয়ে গেল। ফলে আগামী মরশুমে ফেডারেশনের নির্বাচনের পর যে নতুন কার্যকরী কমিটি আসবে তাতে যে সদস্যরা থাকবেন, তাঁরা কেউই রাজ্য সংস্থার কোনও পদে থাকতে পারবেন না।
এই বিষয়টির কথাই উক্ত ধারাতে বর্ণনা করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও পিএস নরসিমার বেঞ্চ বলেছে, এই ধারাটি ফেডারেশন গ্রহণ করলেও তা কার্যকর হবে আগামী বছর ফেডারেশনের নির্বাচনের পর যে নতুন কমিটি আসবে সেই নতুন কমিটির কার্যকাল থেকে। যেহেতু এই বছর একাধিক টুর্নামেন্ট চলছে তাই টুর্নামেন্টগুলোয় কোনও রকম ব্যাঘাত না ঘটে সেই কারণেই সুপ্রিম কোর্ট নতুন কমিটি থেকে এই নিয়ম কার্যকর করতে বলেছে। সেই রায়ের একটি জায়গায় বলা হয়েছে, "আমাদের রায়ে, বর্তমান কমিটির সদস্যদের এই মেয়াদ পর্যন্ত বহাল থাকার অনুমতি দিয়েছি যাতে ইভেন্টগুলো বা প্রতিযোগিতাগুলোর আয়োজনে ব্যাঘাত না ঘটে।” এই ধারাটি গ্রহণ করার জন্য কোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল, ফেডারেশনের সংবিধান সংশোধনের জন্য কোর্টের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
২০১৭ সাল থেকে ফেডারেশনের সংবিধান সংক্রান্ত মামলাটি চলে আসছে। সুপ্রিম কোর্ট ফেডারেশনকে নতুন সংবিধান প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন। ২০২৩ সালে অবসর প্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে নতুন সংবিধানের খসড়া জমা দেওয়া হয়েছিল। ফেডারেশনের তরফে এদিন বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে এদিন ফেডারেশন ২৫.৩ (সি) ও (ডি) ধারাটি গ্রহণ করেছে। ফলে এআইএফএফ-এর সংবিধান কোর্টের নির্দেশিত পথেই বিশেষ করে অবসর প্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে। ২০১৭ সাল থেকে চলা বিষয়টিরও আজ সমাধান হয়েছে।'
এদিনের বিশেষ সাধারণ সভায় বর্তমান ফুটবলারদের কথা তুলে ধরার জন্য থাকতে চেয়ে তাদের সংস্থা এফপিএআইয়ের তরফ থেকে ১৯ নভেম্বর একটি চিঠি দিয়ে বলা হয়েছিল, যেহেতু বর্তমান ফুটবলাররা সরাসরি বিষয়টির সঙ্গে যুক্ত তাই এই বিশেষ সাধারণ সভায় তাদের প্রতিনিধিদের ডাক পাওয়া উচিত। এই সভায় ফুটবলারদের ভালোমন্দ, বেতন সমস্যা সবকিছু তুলে ধরার জন্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি একান্ত কাম্য। কিন্তু ফেডারেশন তাদের চিঠির পরিপ্রেক্ষিপ্তে তাদের ডাকেনি। এফপিএআইএয়ের সভাপতি মেহরাজউদ্দিন ওয়াডু জানিয়েছেন বিষয়টি নিয়ে ফের ফেডারেশনকে চিঠি দিতে পারেন তাঁরা।
