shono
Advertisement
AIFF

একের পর এক বিস্ফোরক অভিযোগ, ফেডারেশন থেকে পদত্যাগ করলেন শীর্ষকর্তা

কল্যাণ চৌবের কাছে দীর্ঘ পদত্যাগ পত্র পাঠিয়েছেন ওই কর্তা।
Published By: Subhajit MandalPosted: 03:53 PM Nov 06, 2025Updated: 03:53 PM Nov 06, 2025

স্টাফ রিপোর্টার: ফেডারেশনের কার্যকরী কমিটি থেকে পদত্যাগ করলেন বিজয় বালি। তিনি শুধুই কার্যকরী কমিটির সদস্য ছিলেন না। একই সঙ্গে ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারপার্সনও ছিলেন। সেই দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন।

Advertisement

তিনি দীর্ঘ পদত্যাগ পত্র পাঠিয়েছেন সভাপতি কল্যাণ চৌবের কাছে। সেই চিঠিতে নিজের পদত্যাগের কারণ বর্ণনা করতে গিয়ে একাধিক অভিযোগ করেছেন ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণের বিরুদ্ধে। তাঁর আচরণকে ফেডারেশনের প্রশাসনিক নীতির সম্পূর্ণ পরিপন্থী বলেও উল্লেখ করেছেন বালি। তাঁর অভিযোগ, একটি প্রতিযোগিতায় ফুটবলারদের টিডব্লুত পরীক্ষা করা হয়েছিল বেঙ্গালুরুভিত্তিক এজেন্সি দিয়ে। সেই সংস্থা নিয়ে গতবছর বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছিলেন।তাঁর দাবি, একটি বয়সভিত্তিক প্রতিযোগিতায় দুই ফুটবলারের বেশি বয়স থাকলেও সত্য তাদের খেলতে অনুমতি দিয়েছিলেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান সহ কার্যকরী কমিটির কোনও সদস্যের সঙ্গে আলোচনা না করেই। কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য বালির এই পদত্যাগে আলোড়ন সৃষ্টি হয়েছে।

এমনিতেই এই মুহূর্তে চূড়ান্ত ডামাডোলে ভারতীয় ফুটবল। আইএসএলের ভবিষ্যৎ কী? আদৌ আইএসএল বা আই লিগ হবে কিনা, এসব স্পষ্ট নয়। ফেডারেশনের এই কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ চালানোর অধিকার পেলেও একই সঙ্গে কর্তারা রাজ্য সংস্থা এবং ফেডারেশনের পদে থাকতে পারবেন কিনা সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এসবের মধ্যেই বিজয় বালির পদত্যাগ, ভারতীয় ফুটবলে আলোড়ন তৈরি করবে, সেটাই স্বাভাবিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফেডারেশনের কার্যকরী কমিটি থেকে পদত্যাগ করলেন বিজয় বালি।
  • একই সঙ্গে ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারপার্সনও ছিলেন।
  • সেই দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন।
Advertisement