shono
Advertisement
AIFF

'স্পাইডারম্যানে'র কাঁধে বড় দায়িত্ব, ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর পদে আগমন সুব্রত পালের

শুক্রবার ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠকে প্রাক্তন গোলরক্ষকের কাঁধে নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়।
Published By: Arpan DasPosted: 09:00 PM Feb 21, 2025Updated: 09:36 PM Feb 21, 2025

প্রসূন বিশ্বাস: ভারতীয় ফুটবলের বড় দায়িত্বে সুব্রত পাল। প্রাক্তন গোলকিপারকে জাতীয় দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল। শুক্রবার এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির বৈঠকে 'স্পাইডারম্যান'-এর কাঁধে নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়।

Advertisement

এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আলোচনার প্রধান ছিলেন প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন। এছাড়া টেকনিক্যাল কমিটির সাব্বির আলি, ভিক্টর অমলরাজ, হরজিন্দর সিং, ক্লাইম্যাক্স লরেন্সের মতো প্রাক্তন ফুটবলাররা। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সচিব অনিল কুমার, কোষাধ্যক্ষ কিপা অজয় এবং টেকনিক্যাল ডিরেক্টর সৈয়দ সাবির পাশা। সেই মিটিং থেকে সুব্রত পালকে জাতীয় দলের ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়।

ভারতীয় ফুটবলের উন্নতির বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়। জাতীয় ও রাজ্য পর্যায়ে আন্তর্বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সুপারিশও করা হয়। যেখানে ৯-১০ ও ১০-১২ বছর বয়সি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টের কথা বলা হয়েছে। জাতীয় দলের পারফরম্যান্স খতিয়ে দেখার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া বিবিয়ানো ফার্নান্দেজকে পুরুষদের অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে ফুটবলকে বিদায় জানান সুব্রত পাল। দক্ষিণ কোরিয়ার মিডিয়ার কাছ থেকেই এই ‘স্পাইডারম্যান’ নাম পেয়েছিলেন সুব্রত। দোহায় অনুষ্ঠিত এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের গোল লক্ষ্য করে ২০টি শট নিয়েছিলেন কোরিয়ান ফুটবলাররা। সুব্রত পাল ১৬টি সেভ করেছিলেন। এদিকে ভারতের জাতীয় দলের অবস্থাও খুব একটা ভালো নয়। বর্তমানে ১২৬তম স্থানে আছেন সন্দেশরা। কোচ মানোলো মার্কুয়েজ জাতীয় দলের পাশাপাশি আইএসএলের ক্লাবের দায়িত্বও সামলাচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ফুটবলের বড় দায়িত্বে সুব্রত পাল।
  • প্রাক্তন গোলকিপারকে জাতীয় দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হল।
  • শুক্রবার এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির বৈঠকে 'স্পাইডারম্যান'-এর কাঁধে নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়।
Advertisement