সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে দুরন্ত ছন্দে জেএইচআর রয়্যাল সিটি এফসি। বর্ধমান ব্লাস্টার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল তারা। তবে বর্ধমানকে হারাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রবি হাঁসদার দল।
শুক্রবার বোলপুর স্টেডিয়ামে বিএসএলের ১৭ নম্বর ম্যাচে প্রথম জয়ের খোঁজে নেমেছিল বর্ধমান। খারাপ খেলেনি তারা। রয়্যাল সিটির সঙ্গে তুল্যমূল্য লড়াই করছিল সন্দীপ নন্দীর ছেলেরা। দুই দলই বেশ কিছু সুযোগ আদায় করলেও গোলে রূপান্তর করতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় জেএইচআর রয়্যাল সিটি এফসি। নিজেদের মধ্যে বেশি পাস খেলে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করে। তবে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না বর্ধমানের ফুটবলাররা। বেশ কয়েকবার রয়্যাল সিটির রক্ষণে হানা চালান তাঁরা। রয়্যাল সিটিও একাধিকবার সুযোগ পেলেও কিছুতেই গোল হচ্ছিল না।
যখন মনে হচ্ছিল ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হতে চলেছে, ঠিক সেই সময় পেনাল্টি পায় রয়্যাল সিটি। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে (৯০+৩) মিনিটে রবি হাঁসদা গোল করতে ভুল করেননি। এই ম্যাচের পর ৫ ম্যাচের চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার মগডালে পৌঁছে গেল তারা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। কোনও ম্যাচ না জিতে কেবল একটা ড্র করে সপ্তমে বর্ধমান। শুক্রবার ম্যাচের পর পেনাল্টি শুটআউটেও ৩-৫ গোলে পরাস্ত হয়েছে তারা।
