shono
Advertisement

Breaking News

Paris Olympics 2024

৯০ মিনিটের ম্যাচে দুঘণ্টার 'বিরতি'! খেলা শুরু হতেই আর্জেন্টিনার গোল বাতিল, বিতর্ক অলিম্পিকে

এহেন ঘটনা দেখে স্তম্ভিত লিওনেল মেসিও। 
Published By: Anwesha AdhikaryPosted: 11:15 PM Jul 24, 2024Updated: 11:54 PM Jul 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। তার আগেই ফুটবলে আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচ ঘিরে চলল 'নাটক'। ৯০ মিনিটের ফুটবল ম্যাচ গড়াল সাড়ে চার ঘণ্টায়। মাঝখানে বিরতিই ছিল প্রায় দু ঘণ্টার বেশি সময়। দর্শকদের অশান্তির মাঝে গোল বাতিল, সবমিলিয়ে তুমুল উত্তেজনা দেখা গেল গ্রুপ পর্বের ম্যাচে। এহেন ঘটনা দেখে স্তম্ভিত লিওনেল মেসিও।

Advertisement

ঠিক কী ঘটেছে বুধবারের ম্যাচে? এদিন অলিম্পিকে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং মরক্কো। খেলার শুরু থেকেই বিপক্ষকে বারবার চাপের মধ্যে ফেলছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। মরক্কোর আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রহিমির গোলে এগিয়ে যায় মরক্কো। হাফটাইমের পরে তিনিই ফের গোল করে দলকে ২-০ এগিয়ে দেন।

তবে ৬৮ মিনিটে আর্জেন্টিনার (Argentina) হয়ে একটি গোল করেন জিউলিয়ানো সিমিয়নে। তার পর থেকে ৯০ মিনিট পর্যন্ত চেষ্টা করলেও গোলের জালে আর বল জড়াতে পারেননি লা অ্যালবিসলেস্তেরা। কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যান। সেই সিদ্ধান্তেই ক্ষিপ্ত হয়ে পড়েন মরক্কো সমর্থকরা। কারণ ২-১ গোলে এগিয়ে ছিল তাঁদের দল। নির্ধারিত সময়ের শেষে রেফারি বাঁশি বাজালেই তাঁদের জয় নিশ্চিত। কিন্তু খেলা শেষ তো দূর, ১৬ মিনিট পর্যন্ত সংযুক্ত সময়ে গড়ায় উত্তেজক ম্যাচ। 

[আরও পড়ুন: অলিম্পিকে করোনা আক্রান্ত বেড়ে ৫, আইসোলেশন সত্ত্বেও অনুশীলনে হাজির অ্যাথলিটরা!]

১০৬ মিনিটে গিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন মেদিনা। সেই দেখে আর ধৈর্য্যের বাঁধ ভেঙে মাঠে নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মরক্কোর (Morocco) সমর্থকরা। কেন দীর্ঘ সময় পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া হল, এই রাগে ফেটে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকেই ভেবেছিলেন, ম্যাচ হয়তো ওখানেই শেষ হয়ে গিয়েছে। ২-২ ড্র হয়েছে খেলা। 

কিন্তু অলিম্পিকের ওয়েবসাইটে বলা হয়, ম্যাচ স্থগিত রয়েছে। দর্শকদের প্রবল উত্তেজনা থামার পরে মাঠ খালি করে দেওয়া হয়। প্রায় দুঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তার পরে ফাঁকা মাঠে ফের খেলতে নামে দুই দল। তবে বল গড়ানোর সঙ্গে সঙ্গেই ১০৬ মিনিটে করা মেদিনার গোল ভার দেখে বাতিল করে দেন রেফারি। তার মিনিট খানেক পরেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি। ২-১ ফলে ম্যাচ শেষ হয়। 

গোটা ঘটনায় স্তম্ভিত ফুটবলবিশ্ব। খেলার ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মেসি লেখেন, "অবিশ্বাস্য"। প্রশ্ন অনেকের মনেই, ৯০ মিনিটের ম্যাচে কেন ১৬ মিনিটের সংযুক্ত সময় দেওয়া হল? তার পর দুঘণ্টা পরে কেন আবার খেলানো হল ম্যাচ, তাও আবার এক মিনিটের জন্য? 

[আরও পড়ুন: অলিম্পিকে ভারতের সম্ভাব্য পদকজয়ী: টোকিওর ব্রোঞ্জ পদকের রং বদলে সোনা পাবেন লভলিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন অলিম্পিকে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং মরক্কো।
  • ১০৬ মিনিটে গিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন মেদিনা। সেই দেখে আর ধৈর্য্যের বাঁধ ভেঙে মাঠে নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মরক্কোর সমর্থকরা।
  • দর্শকদের প্রবল উত্তেজনা থামার পরে মাঠ খালি করে দেওয়া হয়। প্রায় দুঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তার পরে ফাঁকা মাঠে ফের খেলতে নামে দুই দল।
Advertisement