shono
Advertisement
Argentina vs Colombia

আর্জেন্টিনা-কলম্বিয়া কোপা ফাইনালে দর্শক বিশৃঙ্খলা, প্রায় ৮০ মিনিট দেরিতে শুরু ম্যাচ

চূড়ান্ত দর্শক বিশৃঙ্খলায় ফাইনালের সময় বারংবার পরিবর্তিত হয়।
Published By: Krishanu MazumderPosted: 06:51 AM Jul 15, 2024Updated: 02:10 PM Jul 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল (Argentina vs Colombia) বিলম্বিত। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলা। টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টায় অসংখ্য দর্শক। নিরাপত্তাকর্মীরা কিছুতেই তাদের নিরস্ত করতে পারছিলেন না। 
বৈধ টিকিট রয়েছে এমন অনেক দর্শক মাঠে ঢুকতে গিয়ে আহত হন। এমন অবস্থায় ফাইনাল (Copa America Final 2024) শুরুর নির্ধারিত সময় দফায় দফায় পিছিয়ে দেওয়া হয়। শেষমেশ ভারতীয় সময় ৬.৪৫ মিনিট নাগাদ শুরু হয় খেলা।  

Advertisement

[আরও পড়ুন:ইউরোপ দখল স্প্যানিশ আর্মাডার, ইংল্যান্ডকে পরাস্ত করে চতুর্থ বার ইউরো চ্যাম্পিয়ন স্পেন]


দুদলের ফুটবলাররা অবশ্য সঠিক সময়েই স্টেডিয়ামে উপস্থিত হন। মাঠে নেমে গা গরম করতে দেখা যায় লিও মেসিদের। কিন্তু দর্শক বিশৃঙ্খলায় ম্যাচই শুরু করা যায়নি। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় ৮০ মিনিট পরে  শুরু হয় আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে কোনও ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে, এমন ঘটনা স্মরণকালের মধ্যে হয়নি। 
যদিও মেসি-হামেস লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। শেষ হাসি কার জন্য তোলা থাকবে, তা দেখতে মুখিয়ে ফুটবলপাগলরা। 

 

 

[আরও পড়ুন: বছর ঘুরলেও পালটাল না ছবি, উইম্বলডনে ফের জোকার-বধ আলকারাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল বিলম্বিত।
  • মায়ামির হার্ড রক স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলা।
  • টিকিট ছাড়াই মাঠে ঢোকার চেষ্টায় অসংখ্য দর্শক।
Advertisement