সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক আগে এল ক্লাসিকো হেরেছে বার্সেলোনা। গোটা ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি লামিনে ইয়ামালকে। অনেকের অভিযোগ, ১৮ বছর বয়সি স্প্যানিশ তারকার মনঃসংযোগ নষ্ট হচ্ছে। মাঠে কী করছেন, তার থেকেই বেশি চর্চা হয়েছে মাঠের বাইরে নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক নিয়ে। আর সপ্তাহ খানেক পরই হৃদয়ভঙ্গ। নিকির সঙ্গে প্রেমকাহিনিতে দাঁড়ি টানলেন ইয়ামাল।
যেভাবে লামিনের উত্থান হয়েছিল, এই মরশুমে তাঁর প্রতিভার সেই ঝলকই দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগ হোক বা লা লিগার ম্যাচ, বারবার ধরা পড়ে যাচ্ছেন। কিন্তু খবরের শিরোনাম থেকে তাঁর নাম সরেনি। কখনও রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, তো কখনও ব্যক্তিগত জীবনের 'উচ্ছৃঙ্খলতা'র জন্য। একাধিক নারীর সঙ্গে প্রেমের জল্পনা চলেছে ঠিকই। তবে আর্জেন্তিনীয় গায়িকা নিকির সঙ্গেই সর্বসমক্ষে দেখা দিয়েছেন। একাধিকবার মাঠে নিয়ে এসেছেন। সোশাল মিডিয়াতেও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপলোড করেছেন।
সেসবে এখন ইতি। ২৫ বছর বয়সি নিকির সঙ্গে সম্পর্ক ভাঙার কথা লামিনে নিজেই জানিয়েছেন। স্পেনের এক সাংবাদিককে বার্সা তারকা বলেছেন, "আমরা এখন আর একসঙ্গে থাকছি না। কিন্তু আমি কোনও বিশ্বাসঘাতকতা করিনি। আমরা সম্পর্ক ভাঙছি। ব্যস এটুকুই। বাইরে আমাদের সম্পর্ক নিয়ে যেসব জল্পনা ছড়িয়েছে, তা সত্যি নয়। আমি নিকির সঙ্গে বা অন্য কারও সঙ্গে বেইমানি করিনি।"
তবে অনেকেই মনে করছেন, ইয়ামালের ব্যক্তিগত জীবনের ঘটনাবলির প্রভাব ফুটবল মাঠে পড়েছে। যে কারণে আগের ফর্মের ঝলক পাওয়া যাচ্ছে না। বর্তমানে অনেকের মত, এল ক্লাসিকোর ব্যর্থতা ও সেই নিয়ে সমালোচনার জেরেই হয়তো এরকম সিদ্ধান্ত নিলেন এই বছরের ব্যালন ডি'ওর রানার্স আপ। এদিকে সম্প্রতি জেরার্ড পিকে ও শাকিরা যেই বাংলোয় থাকতেন, সেটা কিনে নিয়েছেন ইয়ামাল।
