সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় ভবানীপুর ক্লাবের। ২-০ গোলে তারা হারাল সাদার্ন সমিতিকে। ভবানীপুরের হয়ে জোড়া গোল বিদ্যাসাগর সিংয়ের। অন্যদিকে জয়ের সরণিতে এল ডায়মন্ড হারবার এফসি। তারা ১-০ গোলে হারায় উয়ারি এফসিকে। তবে সেখানে বিতর্ক তৈরি হল ম্যাচ চলাকালীন উয়ারির ম্যানেজারের ফোন ব্যবহার করা নিয়ে।
লিগে শেষ ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে ৫-০ গোলে দুরন্ত জয় পেয়েছিল ভবানীপুর ক্লাব। সেখানে সাদার্ন এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি। ফলে আত্মতুষ্টিতে না ভুগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য ছিল কোচ শাহিদ রমনের। সেই কাজে পাস মার্ক পেলেন তিনি। কল্যাণী স্টেডিয়ামে সাদার্নের বিরুদ্ধে ২-০ গোলে জিতলেন সামাদ আলি মল্লিকরা। প্রথমার্ধেই ভবানীপুরকে ১-০ গোলে এগিয়ে দেন বিদ্যাসাগর সিং। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে ফের গোল করেন বিদ্যাসাগর।
অন্যদিকে জয়ের সরণিতে এল ডায়মন্ড হারবার। গত ম্যাচে শ্রীভূমি এফসির বিরুদ্ধে ড্র করছিল শক্তিশালী ডায়মন্ড হারবার। দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখতে মরিয়া ছিল তারা। তবে বিধাননগর মাঠে শেষ পর্যন্ত কষ্ট করেই জিততে হল দীপাঙ্কুর শর্মার দলকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডায়মন্ড হারবারকে জয়ের মুখ দেখান গাংতে। লিগে এটাই তাদের প্রথম জয়।
তার সঙ্গে জুড়ে গেল ফোন বিতর্ক। ম্যাচ চলাকালীন দেখা যায়, উয়াড়ির ম্যানেজারের তাপস কুণ্ডুর ফোন ব্যবহার করা নিয়ে। যা আইনত নিষিদ্ধ। ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি ঘটনাটি দেখে ফোন নিয়ে নেন। পরে তিনি জানান বিষয়টি উচ্চ কর্তৃপক্ষকে জানাবেন।
