অর্ণব দাস, বারাসত: বারাসত স্টেডিয়ামে প্রাকৃতিক ঘাস বসানোর কাজ শেষ। ফের কলকাতা লিগের খেলা দেখা যাবে এই স্টেডিয়ামে। বুধবার বারাসত স্টেডিয়াম পরিদর্শন করতে এসে সন্তোষ প্রকাশ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কয়েক বছর আগে বারাসত স্টেডিয়ামে কৃত্রিম ঘাস বসিয়েছিল আইএফএ। সেই ঘাসের মাঠে বেশ কয়েক বছর ঘরোয়া লিগের খেলা হলেও, তা পরিবর্তন করে ফের কৃত্রিম ঘাস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাকৃতিক ঘাস বসানোর কাজ শেষ।
এদিন স্টেডিয়াম পরিদর্শন করার পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "জেলা পরিষদ ও ক্রীড়া দপ্তর যৌথ উদ্যোগে এই কাজ হচ্ছে। কাজও খুব ভালোই হয়েছে। ঘাস গ্রিপে থাকার জন্য বাড়তে আরও দু'মাস সময় দিতে হবে। জুন মাসের ৪ তারিখ আমরা আরেকবার মাঠ পরিদর্শন করব। তারপর কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলি এবার বারাসতে হবে।” এদিন স্টেডিয়াম পরিদর্শনের সময় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসতের এসপি প্রতীক্ষা ঝাড়খাড়িয়া-সহ অনান্যরা।

প্রসঙ্গত, বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে কৃত্রিম ঘাস বা অ্যাস্ট্রোটার্ফ বসিয়েছিল আইএফএ। তারপর এই বারাসত স্টেডিয়ামে আই লিগ বা কলকাতা লিগের মতো বড় বড় টুর্নামেন্ট আয়োজিত হত। পরে কৃত্রিম ঘাসে খেলোয়াড়রা খেলার অনিচ্ছা প্রকাশ করায় এই মাঠে টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানান, কৃত্রিম ঘাস তুলে ফেলে প্রাকৃতিক ঘাস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কাজও এবার শেষ। দ্রুতই বারাসত স্টেডিয়ামে শুরু হবে খেলা।