shono
Advertisement
Chennaiyin FC

আইএসএল অনিশ্চিত! ওড়িশা-বেঙ্গালুরুর পর এবার কার্যক্রম স্থগিত চেন্নাইয়িন এফসি'র

ক্লাবের তরফ থেকে বিবৃতিতে তারা এ কথা জানিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 09:52 PM Aug 06, 2025Updated: 05:39 PM Aug 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি তাদের প্রথম দলের খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে সমস্ত রকম কার্যক্রম স্থগিত করেছে। 

Advertisement

আগেই ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করেছে। এবার সেই পথেই হাঁটল চেন্নাইয়িন। সোশাল মিডিয়ায় তারা এই পদক্ষেপকে 'কঠিন কিন্তু প্রয়োজনীয়' বলে উল্লেখ করেছে।

তারা লিখেছে, 'এই সিদ্ধান্ত কখনওই সহজ নয়। অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি আমরা। চেন্নাইয়িন এফসি কেবল একটি ফুটবল ক্লাবই নয়, এখানে আমরা একটা পরিবারের মতো। কঠিন সময়ে আমরা একে অপরের পাশে থাকি। এই মতাদর্শ থেকেই ক্লাবটি তৈরি হয়েছিল। এটাই আমরা সব সময় বজায় রাখার চেষ্টা করেছি। আইএসএলের এই অনিশ্চয়তার মধ্যে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি, এই বিরতি স্বল্পস্থায়ী হবে। আমরা আবার ফিরে আসতে পারব। আমরা ভবিষ্যতে আরও ভালো দিনের জন্য অপেক্ষা করছি।'

এফএসডিএল এবং এআইএফএফের মধ্যে অচলাবস্থার মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে আইএসএল। এই পরিস্থিতিতে চেন্নাইয়িন এফসি’র তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে আট আইএসএল ক্লাব ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার আট আইএসএল ক্লাবের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ফেডারেশন। এআইএফএফ কর্তাদের কাছ থেকে মূলত তাদের আগামী পরিকল্পনার কথা জানতে চাইবে ক্লাবগুলো। কয়েকদিন আগেই ফেডারেশন সভাপতি বলেছিলেন, আইএসএল হবেই। সেই প্রসঙ্গ উঠতে পারে বৈঠকে। চিঠি দেওয়া ক্লাবগুলির মধ্যে কলকাতার তিন প্রধান নেই। এফসি গোয়া, নর্থ-ইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি ও পাঞ্জাব এফসি একত্র হয়ে এই চিঠি দিয়েছিল ফেডারেশনকে। এখন দেখা এআইএফএফের বৈঠকে আইএসএল নিয়ে জট কাটে কি না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত।
  • দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি তাদের প্রথম দলের খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে সমস্ত রকম কার্যক্রম স্থগিত করেছে। 
  • আগেই ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসি সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করেছে।
Advertisement