সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে ফুটবল বিশ্বকাপে পুরস্কারমূল্য অনেকটাই বৃদ্ধি করল ফিফা। এই অঙ্কের হিসাবে বিশ্বকাপ জয়ী দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫১ কোটি টাকা। তবে এই পুরস্কারমূল্য ক্লাব বিশ্বকাপের থেকে কম। যা নিয়ে প্রশ্ন উঠেছে, দেশের থেকে কি ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা?
২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়ী দল পেয়েছিল ৩৭৯ কোটি এবং ৩৪৩ কোটি টাকা। প্রত্যেক বার টাকার পরিমাণ বাড়লেও ২০২৬ সালের বিশ্বকাপে বিজয়ী দলের পুরস্কারমূল্য বেড়েছে প্রায় ৮২ কোটি টাকা। ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫৫ মিলিয়ন ডলার পুরস্কারমূল্য ঘোষণা করেছে ফিফা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫৬৩ কোটি টাকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে পুরস্কারমূল্য হিসাবে ফিফা খবচ করেছিল ৪৩৭ মিলিয়ন ডলার।
১৯৮২ সাল থেকে বিশ্বকাপের পুরস্কারমূল্য প্রকাশ করে আসছে ফিফা। সেই বছর ইটালি বিশ্বকাপ জিতে ২২ লক্ষ ডলার আর্থিক পুরস্কার পেয়েছিল। আর ২০১৬ সালের পুরস্কারমূল্য প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, "এবারের পুরস্কারমূল্যই বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।"
আস্নন বিশ্বকাপের রানার্সরা পাবে ২৯৭ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে ২৬১ কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা দলের পকেটে ঢুকবে ২৪৩ কোটি টাকা। ৩৩ থেকে ৪৮তম স্থানে শেষ করার দলে ভাঁড়ারে ঢুকবে ৮১ কোটি টাকা। এর পাশাপাশি ১৩ কোটি টাকা করে পাবে। অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেওয়ায় কোনও দেশ পাবে ৯৪ কোটি টাকা।
মনে করা হচ্ছে এবারের বিশ্বকাপ থেকে ১৩ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। যা আগের বিশ্বকাপ থেকে আয়ের দ্বিগুণ। ২০২২ বিশ্বকাপ থেকে আয় হয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার। তবে এত সবের পরেও একটা খটকা থেকেই যাচ্ছে। তা হল, ক্লাব বিশ্বকাপের বিজয়ী দলের চেয়ে অনেক গুণ কম পাবে বিশ্বকাপজয়ী দেশ। ক্লাব বিশ্বকাপ জিতে পিএসজি পেয়েছিল ১১২৮ কোটি টাকা।
