shono
Advertisement
I-League

বিতর্কের মধ্যেই চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা ফেডারেশনের, পালটা আইনি পথে ইন্টার কাশী

অ্যাপিল কমিটিতে নির্ধারিত আই লিগের চ্যাম্পিয়নের নাম।
Published By: Subhajit MandalPosted: 09:48 AM Apr 20, 2025Updated: 09:48 AM Apr 20, 2025

স্টাফ রিপোর্টার: আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষিত হল চার্চিল ব্রাদার্সের নাম। শনিবার ফেডারেশনের অ্যাপিল কমিটি সিদ্ধান্ত অনুযায়ী চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

Advertisement

এমনিতে নামধারী এফসি বনাম ইন্টার কাশী ম্যাচ নিয়ে হওয়া বিতর্কের জন্য আটকে ছিল লিগ চ্যাম্পিয়ন ঘোষণার প্রক্রিয়া। ওই ম্যাচের পুরো পয়েন্ট কাশীকে দেওয়া হয়নি যে, এই ঘোষণা থেকেই তা স্পষ্ট। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ফেডারেশন। তাদের তরফে স্যোশাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, 'অ্যাপিল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আই লিগের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল।' জানুয়ারি মাসে নামধারী এফসি’র বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল, ওই ম্যাচে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। বিষয়টা শৃঙ্খলারক্ষা কমিটি পর্যন্ত গড়ায়। সেখানে হাবাসের দলকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। আবার এই সিদ্ধান্তের বিরোধিতায় এআইএফএফের আপিল কমিটিতে গিয়েছিল নামধারী। এই আপিল কমিটি শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল। সম্ভবত সেই সিদ্ধান্ত বদলে নামধারীর পক্ষেই রায় দিয়েছে অ্যাপিল কমিটি। সেকারণেই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন ঘোষিত হল চার্চিল।

নিয়ম অনুসারে, আই লিগ চ্যাম্পিয়ন দল পরের মরশুমে আইএসএল খেলার সুযোগ পায়। সেই মতো আগামী মরশুমে চার্চিলের আইএসএল খেলার কথা। এই ঘোষণার পরেই চার্চিলের তরফে জানানো হয়েছে, 'সরকারিভাবে আজ ঘোষণা করা হল যে, আমরা আই লিগ ২০২৪-'২৫ চ্যাম্পিয়ন। এটা শুধুমাত্র একটা ট্রফি নয়, এটা আমাদের বিশ্বাস।' সঙ্গে আরও যোগ করেছে তারা, 'আমরা প্রকৃতই চ্যাম্পিয়ন। মাঠে এবং মাঠের বাইরেও।'

এই ঘোষণার পর কাশীর তরফে জানানো হয়েছে, এই রায় সন্তুষ্ট হতে পারেনি তারা। এবার এই ইস্যুতে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাস-এ যাচ্ছে ইন্টার কাশী কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষিত হল চার্চিল ব্রাদার্সের নাম।
  • শনিবার ফেডারেশনের অ্যাপিল কমিটি সিদ্ধান্ত অনুযায়ী চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
  • এমনিতে নামধারী এফসি বনাম ইন্টার কাশী ম্যাচ নিয়ে হওয়া বিতর্কের জন্য আটকে ছিল লিগ চ্যাম্পিয়ন ঘোষণার প্রক্রিয়া।
Advertisement