স্টাফ রিপোর্টার: একদিকে ফেডারেশনের বাণিজ্যিক অংশীদারীর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কোন সংস্থা টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করবে, সেটা নির্ধারণ হয়ে গিয়েছে। এসবের মধ্যেই নয়া আইনি বিপাকে AIFF। এবার ফেডারেশনের বিরুদ্ধে আদালতে গেল চার্চিল।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছে কেপিএমজি ইন্ডিয়া সার্ভিসেস এলএলপি সংস্থাকে। তারাও কাজ শুরু করে দিয়েছে। এসবের মধ্যেই আবার ফেডারেশন ও আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশীর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল চার্চিল ব্রাদার্স।
চার্চিল ব্রাদার্সের দাবি, আই লিগ খেলার ঘরোয়া ভেন্যু নিয়ে যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানেনি ইন্টার কাশী। দাবি করা হয়েছে, ইন্টার কাশীর যে আই লিগ খেতাব পেয়ে আইএসএলে উঠে এসেছে ফেডারেশনের সেই সিদ্ধান্তকে বাতিল করতে হবে। একইসঙ্গে কোর্টের নজরদারি দাবি করা হয়েছে। চার্চিলের দাবি অনুযায়ী বারাণসী থেকে ইন্টার কাশীর বিড তোলা হলেও কাশীকে দেখা গিয়েছে কল্যাণীতে খেলতে। যা নিয়মবিরুদ্ধ বলে দাবি করা হয়েছে গোয়ার দলটির তরফে।
ফেডারেশনের এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। এর আগে আই লিগ সংক্রান্ত বিতর্ক মেটাতে 'ক্যাস'-এর দ্বারস্থ হয়েছিল ইন্টার কাশী। 'ক্যাস' কাশীর তরফেই রায় দিয়েছিল।
