shono
Advertisement
Mamata Banerjee

ইস্টবেঙ্গলের শতবর্ষে তৈরি তথ্যচিত্র 'মশাল', উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

ফিচার ফিল্মের মতোই ইস্টবেঙ্গল ক্লাবের তথ্যচিত্র ‘মশাল’ প্রদর্শিত হবে বিভিন্ন সিনেমা হলে।
Published By: Subhajit MandalPosted: 12:41 PM Apr 19, 2025Updated: 12:57 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্টবেঙ্গলের শতবর্ষে তৈরি তথ্যচিত্র 'মশালে'র প্রিমিয়ারে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত দিয়েই ওই তথ্যচিত্র প্রদর্শনীর সূচনা হবে। আগামী ২৪ এপ্রিল বিকাল সাড়ে চারটেই রবীন্দ্র সদনে ওই তথ্যচিত্রর প্রিমিয়ার হতে চলেছে। ইস্টবেঙ্গল কর্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

ইস্টবেঙ্গলে ক্লাবের শতবর্ষ ঘিরে যে যে পরিকল্পনা পাঁচ বছর আগে নেওয়া হয়েছিল, তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গৌতম ঘোষের পরিচালনায় তথ্যচিত্র, ‘মশাল।’ ২০২০-তে লাল-হলুদের শতবর্ষে ক্লাবকে ঘিরে তথ্যচিত্রর কাজ শুরুও করে দিয়েছিলেন গৌতম ঘোষ। কিন্তু সেই সময় হঠাৎই কোভিডের আক্রমণ বিধ্বস্ত করে দেয় যাবতীয় পরিকল্পনা। শুধু যে শুটের কাজ আটকে যায় এরকমটা নয়। কোভিডের থাকায় সারা বিশ্বের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ে। যার ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা পায়নি ইস্টবেঙ্গল ক্লাবও। একদিকে কোভিড। আরেকদিকে আর্থিক ধাক্কা। ফলে সাময়িকভাবে আটকে যায় তথ্যচিত্র তৈরির কাজ। যে কাজটা শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে লেগে গিয়েছে পাঁচ-পাঁচটি বছর। নাম দেওয়া হয়েছে, ‘মশাল’।

ইস্টবেঙ্গল ক্লাবের জন্য যে তথ্যচিত্রটি গৌতম ঘোষ বানিয়েছেন, তার সময়সীমা ৫৮ মিনিটের মতো। শতবর্ষের ক্লাবের উপর তথ্যচিত্র তৈরি করতে গিয়ে তথ্যগত দিক থেকে স্বাভাবিকভাবেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালককে। ধরা হয়েছে দেশভাগের মুহূর্তকেও। কীভাবে ওপার বাংলা থেকে বাঙালরা এসে জীবনের দৈনন্দিন সংঘর্ষের মধ্য দিয়ে এই শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব গড়ে তুলেছেন। তথাচিত্রে থাকবে সেইসব সংগ্রামী দিনগুলির ইতিহাস। থাকবে বেশ কিছু প্রাক্তন ফুটবলারের অভিজ্ঞতাকে কেন্দ্র করে সাক্ষাৎকার। ৫৮ মিনিটের এই তথ্যচিত্রে মোটামুটিভাবে চেষ্টা করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের সামগ্রিক ইতিহাসকে তুলে ধরতে।

ক্লাবের পরিকল্পনা হয়েছে, যে কোনও ফিচার ফিল্মের মতোই ইস্টবেঙ্গল ক্লাবের তথ্যচিত্র ‘মশাল’ প্রদর্শিত হবে বিভিন্ন সিনেমা হলে। তবে কোন কোন সিনেমা হলে এই তথ্যচিত্র দেখানো হবে, তা এখনও ঠিক হয়নি। পাশাপাশি ভাবনা রয়েছে ‘ওটিটি’-তে দিয়ে দেওয়ার যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকরা অনায়াসে দেখে নিতে পারেন তাঁদের ক্লাবের উপর তৈরি তথ্যচিত্র। কিন্তু তার আগে ২৪ এপ্রিল রবীন্দ্র সদনে ‘প্রিমিয়ার’ ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, ইস্টবেঙ্গল কর্তারা ওই অনুষ্ঠানে উপস্থি থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে তিনি সাড়াও দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইস্টবেঙ্গলের শতবর্ষে তৈরি তথ্যচিত্র 'মশালে'র প্রিমিয়ারে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর হাত দিয়েই ওই তথ্যচিত্র প্রদর্শনীর সূচনা হবে।
  • আগামী ২৪ এপ্রিল বিকাল সাড়ে চারটেই রবীন্দ্র সদনে ওই তথ্যচিত্রর প্রিমিয়ার হতে চলেছে।
Advertisement