shono
Advertisement
Cristiano Ronaldo on Diogo Jota

'একটু আগেও তো একসঙ্গে ছিলাম...', দিয়োগোর মৃত্যু বিশ্বাস হচ্ছে না রোনাল্ডোর

'খুব মিস করব', প্রয়াত সতীর্থকে বিদায়বার্তা সিআর সেভেনের।
Published By: Anwesha AdhikaryPosted: 05:26 PM Jul 03, 2025Updated: 05:06 PM Jul 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটা (Diogo Jota)। দিনকয়েক আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে মিলে নেশনস কাপ জিতেছেন তিনি। তারপরই সতীর্থের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না সিআর সেভেন। প্রিয় সতীর্থকে বিদায় জানিয়ে সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার দুপুর নাগাদ জানা যায়, ভাই অ্যান্ড্রুর সঙ্গে একটি সুপারকারে চেপে যাচ্ছিলেন দিয়োগো। চলাকালীন একটি গাড়িকে ওভারটেক করা চেষ্টা করেন তাঁরা। সেই সময়ে আচমকাই গাড়ির একটি চাকা ফেটে যায়। রাস্তা থেকে ছিটকে পড়ে যায় গাড়িটি, দাউদাউ করে আগুন ধরে গিয়ে গাড়িটি একেবারে চুরমার হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্পেনের এমার্জেন্সি সার্ভিস। উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে দিয়োগো এবং অ্যান্ড্রুকে মৃত ঘোষণা করা হয়।

তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকাহত গোটা পর্তুগিজ ফুটবলমহল। শোকপ্রকাশ করে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো প্রোয়েঙ্কা। শোকপ্রকাশ করেছে দিয়োগোর ক্লাব লিভারপুল এবং অ্যান্ড্রুর বর্তমান ক্লাব এফসি পেনাফিল। পর্তুগিজ ফেডারেশনের তরফে উয়েফার কাছে অনুরোধ জানানো হয়েছে যেন বৃহস্পতিবার মহিলাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিয়োগোর এমন অকালমৃত্য়ুতে শোকাহত রোনাল্ডো। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'একেবারে বিশ্বাস হচ্ছে না। এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম, এই তো সেদিন তোমার বিয়ে হল। তোমার পরিবার, স্ত্রী, সন্তান- সকলকে আমার গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তোমাদের শক্তি দিন। আমি জানি তুমি সবসময়ে ওদের সঙ্গে থাকবে। আপাতত শান্তিতে ঘুমাও দিয়োগো, আন্দ্রে। আমরা তোমাদের খুব মিস করব।' কেবল রোনাল্ডো নন, প্রিমিয়ার লিগ, লিভারপুল-সকলের তরফ থেকেই শোকজ্ঞাপন করা হয়েছে দিয়োগোর উদ্দেশ্যে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার দুপুর নাগাদ জানা যায়, ভাই অ্যান্ড্রুর সঙ্গে একটি সুপারকারে চেপে যাচ্ছিলেন দিয়োগো।
  • তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকাহত গোটা পর্তুগিজ ফুটবলমহল।
  • দিয়োগোর এমন অকালমৃত্য়ুতে শোকাহত রোনাল্ডো। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'একেবারে বিশ্বাস হচ্ছে না।'
Advertisement