সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই নতুন দেহরক্ষী নিয়োগ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কেন এমন সিদ্ধান্ত এই পর্তুগিজ কিংবদন্তির? জানা গিয়েছে, আরবভূমে মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাঁকে। তাই সৌদি আরবে তাঁর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

জানা গিয়েছে, রোনাল্ডো এবং তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। স্পেনের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, 'একদম সাধারণ জীবনযাপন করেন রোনাল্ডো ও তাঁর পরিবার। তবে কিছুদিন তাঁর পরিবারকে সোশাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে।'
এরপরেই নড়েচড়ে বসেন রোনাল্ডো। হুমকির বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকেও জানান। এরপরেই তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার খোলনলচে বদলে ফেলেন সিআর সেভেন। অর্থাৎ যাঁরা এতদিন রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সরিয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁর সন্তানদের সোশাল মিডিয়া থেকে দূরে রেখেছেন পর্তুগিজ তারকা। এরপর নতুন দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছেন ক্লদিও মিগুয়েল ভাজকে। তিনিই এবার থেকে রোনাল্ডোর নিরাপত্তাপ্রধানের দায়িত্ব সামলাবেন।
কে এই ক্লদিও? জানা গিয়েছে, বেসরকারি ক্ষেত্রে দায়িত্ব সামলানোয় তাঁর অভিজ্ঞতা রয়েছে। তাছাড়াও আধাসামরিক প্রশিক্ষণ নিয়েছেন তিনি। রোনাল্ডোর সতীর্থ রাফায়েল লিয়াও এবং গেলসন মার্টিন্সের সঙ্গেও কাজ করেছেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে আল নাসরে যোগদানের পর থেকে ৪০ বছর বয়সি স্ট্রাইকার রিয়াধে থাকেন। সঙ্গে থাকেন প্রেমিকা জর্জিনা-সহ পাঁচ সন্তান। কিন্তু আরবভূমে আচমকাই হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে।