সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বফুটবলের সেরা কে? মেসি না রোনাল্ডো? এই নিয়ে দীর্ঘকালীন বিতর্ক ফুটবল ভক্তদের মধ্যে। এর শেষ কোথায় কেউ জানে না। মেসি অবশ্য বলেছেন, তিনি ও রোনাল্ডো একই বৃত্তে। কিন্তু পর্তুগিজ কিংবদন্তি এই ধরনের 'বিনয়ে' বিশ্বাস করেন না। তাঁর সপাট বক্তব্য, মেসিকে কোনও ভাবেই তাঁর থেকে ভালো বলে মনে করেন না।
দুই মহাতারকা এখন বিশ্বের দুই প্রান্তে। যখন তাঁরা একই লিগে চিরপ্রতিদ্বন্দ্বী দলে খেলতেন, তখন নিত্যনৈমিত্তিক ছিল একে-অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। তখন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ যুদ্ধের থেকে কম কিছু ছিল না। সেই জৌলুস এখন অনেকটাই কমেছে। মেসি বিশ্বকাপ জিতেছেন। রোনাল্ডো ফের নেশনস লিগ জিতেছেন। পরের বছর বিশ্বকাপ। দুই মহারথী নিজেদের শ্রেষ্ঠত্ব পরীক্ষায় নামবেন।
তার আগে ফের বিতর্ক উসকে দিলেন রোনাল্ডো। সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে একটি পডকাস্ট রেকর্ড করেছেন। যার ট্রেলারেই বিতর্কের ঝড়। যেখানে মর্গানের প্রশ্নের উত্তরে আল নাসের তারকা বলেন, "মেসি আমার থেকে ভালো? আমি একেবারেই একমত নই। আমি বিনয়ী হতে চাই না।" পুরো পডকাস্টে কী আছে, তা জানার জন্য এখন উৎসুক ফুটবল দুনিয়া।
এর আগে মেসিকে 'সেরা' কে প্রশ্ন করায় তিনি নিজের সঙ্গে রোনাল্ডোর নাম করেন। সম্প্রতি তাঁকে জিজ্ঞেস করা হয়, 'GOAT' (Greatest of All Time) কে? তাতে মেসি ফুটবলের ক্ষেত্রে মারাদোনা বা টেনিসের ক্ষেত্রে ফেডেরার-জোকোভিচ-নাদালদের নাম করেন। সেটা কি নেহাতই বিনয়? রোনাল্ডোর মন্তব্যের পর বিতর্কের আগুনে ফের ঘি পড়ল।
