সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চল্লিশ পেরিয়েছে বয়স। যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্যি অবসরযাপন করেন, সেই বয়সেও তিনি ছুটছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার সৌদি লিগে অনবদ্য গোল করেছেন। এটাই তাঁর কেরিয়ারের ৯৫০তম গোল। আর এই মাইলফলক অর্জন করে তিনি আরও বেশি ক্ষুধার্ত। এ কথা সিআর৭ নিজেই লিখেছেন সোশাল মিডিয়ায়।
শনিবার আল হাজিমের বিরুদ্ধে ৮৮ মিনিটে দুরন্ত গোল করেন রোনাল্ডো। ডান প্রান্ত থেকে সতীর্থর বাড়ানো বলে অনবদ্য ফ্লিকে জাল কাঁপান তিনি। চলতি মরশুমে সৌদি প্রো লিগে এটি রোনাল্ডোর ষষ্ঠ গোল। এ বছরের সপ্তম গোল আল নাসেরের জার্সিতে। সৌদির ক্লাবটিতে এ পর্যন্ত ১০৬ গোল করেছেন রোনাল্ডো। সব মিলিয়ে কেরিয়ারে এখন তিনি ৯৫০টি গোলের মালিক। দ্রুত এগোচ্ছেন হাজারের লক্ষ্যমাত্রার দিকে। এর পরেও থামার কথা মনেই আনছেন না পর্তুগিজ মহাতারকা।
৯৫০ গোলের পর ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'দলকে জেতাতে পেরে ভালো লাগছে। ৯৫০টি গোল করতে পেরে খুশি! তবে আরও কিছুর জন্য ক্ষুধার্ত।' তাহলে কি রোনাল্ডো হাজার গোলের মাইলফলকের কথা বলেছেন? ফুটবলবিশ্ব মনে করছে সেটাই। তাছাড়াও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আরও কিছু বছর খেলতে চান তিনি। তবে সেটা যে বেশি বছর নয়, তাও স্পষ্ট করেছেন তিনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, "আমি আরও কয়েক বছর খেলতে চাই। তবে সেটা খুব বেশি দিন নয়। আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তরুণদের কাছে অনেক কিছু শিখছি। পরিবার বলেছিল, এবার আমার থামার সময় এসেছে। তারা বলেছে, সব কিছুই তো অর্জন করেছি। তাহলে কেন হাজার গোলের লক্ষ্যে ছুটছি? আমি কিন্তু এই ব্যাপারটাকে অন্যভাবে দেখি। চাই ক্লাব এবং দেশের জার্সিতে আরও কিছু বছর দিতে। আমি নিশ্চিত যে, এই যাত্রা যখন শেষ হবে, তখন পরিপূর্ণ বোধ করব।" পর্তুগিজ মহাতারকার সংযোজন, "জানি যে আমার কেরিয়ারে বেশি দিন বাকি নেই। যে ক'টা দিন খেলব, খেলাটাকে উপভোগ করে যাব। এখন আমি ধাপে ধাপে চিন্তা করি। যা আমাকে শক্তি দেয়। বেঁচে থাকার রসদও দেয়। প্রতিদিন সেটাই উপভোগ করি।"
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪৫। এর আগে ২০১৮ সালে ইটালির ক্লাব জুভেন্টাসে সই করেন পর্তুগিজ কিংবদন্তি। ওল্ড লেডিজের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি না জিততে পারলেও দু’বার সিরি আ জিতেছেন। পেয়েছেন সুপার কাপও। ইটালিতে ১৩৪ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১০১। ক্লাব কেরিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন স্পেনের রিয়াল মাদ্রিদে। পাঁচটি ব্যালন ডি’ওর মধ্যে তিনটি জিতেছেন লস ব্ল্যাঙ্কোসের হয়েই। ২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে স্পেনের রাজধানীতে আসেন। মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে রোনাল্ডোর মোট গোল ৪৫০। আল নাসের হয়ে ১০৬ গোল করেছেন রোনাল্ডো। লিসবনের হয়ে তিনি করেছিলেন ৫টি গোল। এছাড়া পর্তুগালের জার্সিতে তাঁর গোল ১৪৩। সব মিলিয়ে কেরিয়ারে সিআর৭-এর গোল ৯৫০। ১০০০ গোল থেকে আর মাত্র ৫০ গোল দূরে। সেই লক্ষ্যে আরও বেশি ক্ষুধার্ত রোনাল্ডো।
