shono
Advertisement
IFA

আইএফএ'তে জমা পড়ল ডেপুটেশন, ভূমিপুত্রের দাবিতে বিক্ষোভ বাংলা পক্ষের

বাংলা পক্ষের তরফ থেকে ডেপুটেশনে তিনটি দাবি করা হয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 12:09 PM May 24, 2025Updated: 12:09 PM May 24, 2025

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে প্রথম একাদশে ন'জন ভূমিপুত্র খেলানোর দাবিতে রাজ্য ফুটবল সংস্থার অফিসের সামনে শুক্রবার বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ।

Advertisement

শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বাংলা পক্ষের সদস্যরা বিক্ষোভ দেখান আইএফএ'র সুতারকিন স্ট্রিটের অফিসের সামনে। দুপুরে এই মর্মে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। বাংলা পক্ষের বিক্ষোভের সময় আইএফএ অফিসে উপস্থিত ছিলেন না সচিব অনির্বাণ দত্ত। রাজ্য ফুটবল সংস্থার এক কর্মীর কাছে ডেপুটেশন জমা দিয়ে চলে যান তাঁরা।

আপাতত বাংলা পক্ষের তরফ থেকে ডেপুটেশনে তিনটি দাবি করা হয়েছে। প্রথমত, কলকাতা লিগের প্রথম একাদশে ন্যূনতম ন'জন ভূমিপুত্র ফুটবলার চাই। দ্বিতীয়ত, রেজিস্ট্রেশনের আগে প্রত্যেক ফুটবলারের ডোমিসাইল সার্টিফিকেট যাচাই করতে হবে। তৃতীয়ত, ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট প্রমাণ হলে অবিলম্বে বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এদিন এই বিক্ষোভ আর ডেপুটেশন প্রসঙ্গে বলতে গিয়ে গর্গ চট্টোপাধ্যায় বলেন, "বাইরের রাজ্যের ফুটবলারদের বেশি করে খেলালে তাদের পাশাপাশি খেলে এখানকার ফুটবলাররা আরও ভালো খেলবে, এটা হাস্যকর যুক্তি। গত তিরিশ বছর ধরে এমন যুক্তি শুনে আসছি। এভাবেই বাইরের ফুটবলার খেলানো হচ্ছে। এতে কোনওভাবেই বাঙালির ফুটবলের উন্নতি হয়নি। বরং অবনতি হচ্ছে। বাঙালি ফুটবলাররা সুযোগ পাচ্ছে না। আইএসএলে বাঙালি বঞ্চিত, কলকাতা ডার্বিতে বাঙালি নেই। এবার কি কলকাতা লিগেও বাঙালি থাকবে না? আমরা এই বার্তা নিয়েই আইএফএ'কে ডেপুটেশন দিয়েছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুপুরে এই মর্মে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় সংগঠনের তরফ থেকে।
  • এই বিক্ষোভের নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।
  • বাংলা পক্ষের বিক্ষোভের সময় আইএফএ অফিসে উপস্থিত ছিলেন না সচিব অনির্বাণ দত্ত।
Advertisement