shono
Advertisement

Breaking News

Diamond Harbour FC

অসমেও দাপট বাংলার, প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি

রিজার্ভ দলের ফুটবলারদের খেলিয়েই এল সাফল্য।
Published By: Biswadip DeyPosted: 09:50 PM Dec 04, 2025Updated: 09:50 PM Dec 04, 2025

স্টাফ রিপোর্টার: মাত্র কয়েকটা দিনের ব্যবধান। ভিনরাজ্যের মাটি থেকে ফের ট্রফি নিয়ে ফিরছে ডায়মন্ডহারবার এফসি। অসমে অয়েল ইন্ডিয়া কাপ এবং ওড়িশায় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট জয়ের পর এবার সেই অসমের ডিগবয়ে তারা জিতল বোডোউসা কাপে।

Advertisement

বৃহস্পতিবার ফাইনালে তিনসুকিয়ার স্থানীয় দল বারেকুরি এফসি-কে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলার ক্লাবটি। জুবিলি ফিল্ডে জোড়া গোল করেন ডায়মন্ডহারবারের আকিব নওয়াব। বাকি গোলগুলি আকাশ হেমব্রম, শ্রীদার্থ নংমেইকাপাম এবং রাজা হরিজনের।

ডিগবয়ের এই প্রতিযোগিতায় মূলত রিজার্ভ দলকে পাঠিয়েছিল ডায়মন্ডহারবার এফসি। সিনিয়র বলতে খেলেছেন মির্শাদ মিচু, বিক্রমজিৎ সিং এবং পবন। ফাইনালে গোল করা চারজনই অবশ্য রিজার্ভ দলের সদস্য। তাঁদের নিয়েই বাজিমাৎ করলেন এই দলের কোচ অভিষেক দাস। প্রতিযোগিতার সেমিফাইনালে অয়েল ইন্ডিয়ার ফুটবল দলকে হারায় ডায়মন্ডহারবার। এর আগে অসমের দলটির কাছে হেরেছে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলও। রানার্স বারেকুরি এফসি আবার শেষ চারে হারিয়ে এসেছে ট্রাউ এফসি-র মতো জাতীয় পর্যায়ে খেলা দলকে। কিন্তু ফাইনালে তারা দাঁড়াতেই পারল না ডায়মন্ডহারবারের রিজার্ভ দলের দাপটে। এর আগের দু’টো প্রতিযোগিতায় অবশ্য বিদেশি-সহ সিনিয়র দল নিয়েই খেলেছে তারা। সবমিলিয়ে পরপর সাফল্যে খুশির হাওয়া বাংলার ক্লাবটির অন্দরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মূলত রিজার্ভ দলের সদস্যদের নিয়ে খেলতে গিয়েছিল দল।
  • কোচ ছিলেন অভিষেক দাস।
  • এই নিয়ে অসম থেকে দ্বিতীয় ট্রফি ডায়মন্ড হারবার এফসির।
Advertisement