সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি। তবে যুবভারতীতে বিশৃঙ্খলার আঁচ গায়ে নিয়েই কলকাতা থেকে দুপুরের বিমানে হায়দরাবাদ পৌঁছেছেন তিনি। আর এরই মধ্যে খবর, বিরাট কোহলিও লন্ডন থেকে সস্ত্রীক মুম্বই পৌঁছেছেন। তাহলে কি মুম্বইয়ে দেখা হবে মেসি-বিরাটের? এ ব্যাপারে জল্পনা বেড়েছে।
১৪ ডিসেম্বর মুম্বই সফরের কথা রয়েছে মেসির। বিকেল ৫টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন আর্জেন্তিনীয় মহাতারকা। সেখানকার গোট কনসার্ট ঘিরে এখন থেকেই সাজসাজ রব। তবে স্টেডিয়ামে যাতে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওয়াংখেড়েতে ভারী সংখ্যক দর্শক হবে ধরে নিয়ে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যানচলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে।
তাছাড়াও থাকছে পুলিশের বিশেষ ট্রাফিক ব্যবস্থা এবং ডাইভারশনও। যা কার্যকর থাকবে রোববার দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত। এই আবহে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তিনি ফিরলেন মুম্বই। কালিনা বিমানবন্দর থেকে সেই ছবি ভাইরাল হয়েছে। এরপরেই নেটিজেনদের ধারণা, মেসির সঙ্গে দেখা করতে মুম্বই এসেছেন বিরাট। এ মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে লন্ডন রওনা হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, মেসির কলকাতা আগমন ঘিরে আয়োজকদের অব্যবস্থার অভিযোগে সরব হয়েছেন দর্শকরা। তাঁদের দাবি, বিরাট স্ক্যাম হয়েছে। টাকা ফেরত দিক আয়োজকরা। তাঁদের অভিযোগ, যুবভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে যেন মাছির মতো ভিড় ছিল। ফলে গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি। চড়া দামে টিকিট কেটে মাঠে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন তাঁরা। এখন দেখার, দর্শকদের চাপে পড়ে টিকিটের টাকা ফেরত দেয় কি না আয়োজকরা।
কলকাতার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়েছে হায়দরাবাদ। সেখানেও মেসির গোট কনসার্ট ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবার মুম্বইয়েও একই ছবি। তবে এই পরিস্থিতিতে প্রশ্ন হল, বিরাট কি আদৌ মেসির সঙ্গে দেখা করবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। উল্লেখ্য, ২৪ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই ঘরোয়া প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নিজেকে ফিট রাখতে ঘরোয়া প্রতিযোগিতায় খেলবেন বিরাট। ক্রিকেট মহলের ধারণা, এই প্রতিযোগিতায় নামবেন বলেই ভারতে ফিরেছেন কোহলি।
