shono
Advertisement
Cristiano Ronaldo

হোয়াইট হাউসে ট্রাম্প-রোনাল্ডো সাক্ষাৎ, 'হিরো'কে সামনে পেয়ে আপ্লুত প্রেসিডেন্ট-পুত্র

ট্রাম্প-পুত্র ব্যারন পর্তুগিজ কিংবদন্তির 'বিরাট ভক্ত'।
Published By: Arpan DasPosted: 10:42 AM Nov 19, 2025Updated: 10:42 AM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুনিয়া জুড়ে তাঁর কোটি কোটি ভক্ত। তার মধ্যে যে একজনের নাম ব্যারন ট্রাম্প, সেটা কে জানত? পদবি শুনে আন্দাজ করাই যায় কে এই ১৯ বছর বয়সি তরুণ। ঠিক তাই। ব্যারন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র। আর রোনাল্ডো সাক্ষাতে ট্রাম্প জানলেন, তাঁর পুত্র পর্তুগিজ কিংবদন্তির 'বিরাট ভক্ত'।

Advertisement

হোয়াইট হাউসে এক আকর্ষণীয় ডিনার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। সেখানে চমকের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পাঁচবারের ব্যালন ডি'অর ফুটবল তারকা এই অনুষ্ঠানে হাজির হতেই অনেকে চমকে ওঠেন। রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন। বলা যায়, সৌদির ফুটবল বিপণনের প্রধানতম মুখ রোনাল্ডো। সৌদির যুবরাজের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও অজানা নয়।

মনে করা হচ্ছে, সেই সূত্রেই হোয়াইট হাউসে আমন্ত্রিত রোনাল্ডো। সেখানে 'বিরাট ভক্ত' ব্যারনের সঙ্গে সাক্ষাৎ হল তাঁর। ট্রাম্প নিজেই পুত্রের রোনাল্ডো-প্রীতির কথা জানালেন। তারপর বলেন, "ব্যারন অবশেষে রোনাল্ডোর সঙ্গে দেখা করতে পেরেছে। আশা করি এবার ব্যারন তার বাবাকে একটু বেশিই সম্মান করবে। কারণ, আমার জন্যই তো রোনাল্ডোর সঙ্গে দেখা করতে পারল। আমি এখানে আসার জন্য দু'জনকেই ধন্যবাদ জানাতে চাই। আমি নিজেও গর্বিত।"

এই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। রোনাল্ডো ইস্ট রুমের সামনে বসেছিলেন। যা ট্রাম্প ও সৌদির যুবরাজের থেকে বেশি দূরে নয়। এছাড়া এই অনুষ্ঠানে এসেছিলেন অ্যাপলের সিইও টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রমুখ। উল্লেখ্য, পরের বছরই আমেরিকায় ফুটবল বিশ্বকাপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুনিয়া জুড়ে তাঁর কোটি কোটি ভক্ত।
  • তার মধ্যে যে একজনের নাম ব্যারন ট্রাম্প, সেটা কে জানত? পদবি শুনে আন্দাজ করাই যায় কে এই ১৯ বছর বয়সি তরুণ।
  • ঠিক তাই। ব্যারন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র।
Advertisement