shono
Advertisement
Super Cup 2025

সুপার কাপের অভিযানে নামছে দুই প্রধান, কোথায় দেখবেন ম্যাচ?

প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই কোচ।
Published By: Prasenjit DuttaPosted: 02:12 PM Oct 25, 2025Updated: 08:39 PM Oct 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সুপার কাপের কিক-অফ। প্রথম দিনেই গোয়ায় নামতে চলেছে কলকাতার দুই প্রধান– মোহনবাগান, ইস্টবেঙ্গল। ২০১৫ সালের ২৫ এপ্রিল শেষবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল আর ডেম্পো। ঠিক সাড়ে দশ বছর পর ফের মুখোমুখি হচ্ছে বাংলা ও গোয়ার অন্যতম সেরা দুই ক্লাব। সেই সাক্ষাৎ ছিল আই লিগে, এবার সুপার কাপে। শেষ সাক্ষাতের মতো শনিবারও জয়ের মালা গলায় পরে মাঠ ছাড়ার লক্ষ্যে তৈরি হচ্ছে লাল-হলুদ শিবির। অন্যদিকে, চেন্নাইয়িনকে হারিয়ে আইএফএ শিল্ড জয়ের আত্মবিশ্বাস নিয়ে সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।

Advertisement

চলতি বছরের শুরুটা বিশেষ খারাপ হয়নি ইস্টবেঙ্গলের। তবে খেতাবের দেখা পায়নি তারা। ডুরান্ড কাপে হারতে হয়েছে সেমিফাইনালে, আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হেরে রানার্স। লাল-হলুদ জার্সিতে নিজের প্রথম ট্রফিটা তাই সুপার কাপে জিততে চান কোচ অস্কার ব্রুজো। ডেম্পোর বিরুদ্ধের নামার আগে সাংবাদিক সম্মেলনে সে কথাই জানান লাল-হলুদ কোচ। অস্কার ব্রুজো বলেন, "আমাদের লক্ষ্য ইস্টবেঙ্গলকে আবারও দেশের সেরার সারিতে তুলে নিয়ে আসা। সেই মানসিকতা নিয়েই মাঠে নামব।" শুক্রবার পঞ্চায়েতের মাঠেই অনুশীলন করে ইস্টবেঙ্গল। ম্যাচের আগের দিন খুব বেশি অনুশীলন করান না অস্কার। শুক্রবারও ঘণ্টাখানেক অনুশীলন করে দল। যা খবর, সুযোগ থাকলেও প্রথম ম্যাচে ছয় বিদেশি নিয়ে নামছে না ইস্টবেঙ্গল। টিম কম্বিনেশনের জন্য পাঁচ বিদেশি নিয়ে ডেম্পোর বিরুদ্ধে শুরু করার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ফরোয়ার্ড হিরোশি ইবুসুকির বাইরে বসতে পারেন শুরুতে।

তাছাড়াও ম্যাচের আগে লাল-হলুদ মাঝমাঠের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তীকে পাশে বসিয়ে ব্রুজো জানান, সুপার কাপ জিতে এএফসি’র টুর্নামেন্টে খেলা লক্ষ্য। প্রশ্ন হল, গোলকিপার প্রভসুখন গিল না দেবজিৎ মজুমদার, কে বেশি অগ্রাধিকার পাবেন? আইএফএ শিল্ডের ফাইনালের টাইব্রেকারে প্রভসুখন গিলকে তুলে দেবজিৎ মজুমদারকে নামানো হয়েছিল। সেই নিয়ে যত বিতর্কের সূত্রপাত। সুপার কাপের প্রথম ম্যাচে দেবজিৎ খেলতে পারবেন না। সেটাও জানিয়ে দিলেন অস্কার। তিনি বলেন, “ভেবেছিলাম, ডেম্পোর বিরুদ্ধে দেবজিতকে খেলাব। কিন্তু এদিন অনুশীলনে ও চোট পেয়েছে। তাই কাল কাকে খেলাব, সেটা কালকেই সিদ্ধান্ত নেব।” উল্লেখ্য, ইস্টবেঙ্গলের ম্যাচ সরাসরি সম্প্রচার হবে ইন্ডিয়ান ফুটবলের ইউটিউব চ্যানেলে, বিকেল সাড়ে ৪টে থেকে।

অন্যদিকে, ঠিক একটা সপ্তাহ আগেও বেশ নড়বড়ে অবস্থানে ছিল মোহনবাগান। আইএফএ শিল্ডে দল পরের পর ম্যাচ জিতলেও মাঠের বাইরে কিছুটা মেঘাচ্ছন্নই ছিল সবুজ-মেরুনের সূর্য। তবে শনিবাসরীয় শিল্ড ফাইনালে ডার্বি জিতে ট্রফি ঘরে তুলতেই ফের ঝকঝকে মোহনবাগান। সেই আবহেই শনিবার সুপার কাপে অভিযান শুরু করতে চলেছে কোচ জোসে মোলিনার দল। সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে একমাত্র সুপার কাপ জিততে পারেনি মোহনবাগান। আইএসএল শিল্ড, আইএসএল কাপ, ডুরান্ড কাপের পর আইএফএ শিল্ড জিতেছে তারা। তাই এবার অধরা ট্রফি হাতে তুলতে বাড়তি তৎপর দল। কোচ মোলিনাও বলে দিয়েছেন, "সুপার কাপ অধরা, সেই তকমাটা এবার মুছে দিতে চাই।"

মরশুমের শুরুর দিকে মোহনবাগান ফুটবলারদের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী শিল্ড ফাইনালেও যে বিশেষ মন ভরানো ফুটবল খেলেছেন জেমি ম্যাকলারেন-লিস্টন কোলাসোরা, বলার উপায় নেই। তবে দলে যে চোট-আঘাতের সমস্যা নেই সে কথা জানিয়ে ম্যাচের আগে মোলিনা বলেন, “আমরা প্রতিদিনই উন্নতি করছি। মরশুমের শুরুতে যেখানে ছিলাম, বিশেষত ডুরান্ড কাপে, সেখান থেকে এখন আমাদের অবস্থা ভালো। যত ম্যাচ খেলব, তত উন্নতি হবে। সবচেয়ে বড় ব্যাপার দলের সবাই সুস্থ রয়েছে। চোট-আঘাতের সমস্যা নেই। আশা করি, চেন্নাইয়িন ম্যাচে দল ভালো খেলবে।”

শুক্রবার ঘণ্টাখানেকের অনুশীলনে মূলত শুটিং প্যাকটিসে জোর দিয়েছিলেন মোলিনা। রক্ষণে দুই বিদেশিকে রেখেই দল সাজাচ্ছেন মোলিনা। আক্রমণে চার বিদেশির একসঙ্গে নামার সম্ভবনা কম। চেন্নাইয়িনের প্রাক্তন ফুটবলার অনিরুদ্ধ থাপা এখন মোহনবাগানের। তবে পুরনো দলের বিরুদ্ধে পুরো পয়েন্ট ছাড়া অন্য কোনও ভাবনা নেই তাঁর। বিদেশি না থাকলেও মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে আশাবাদী ক্লিফোর্ড। বলছিলেন, "যে দল হাতে আছে, তা নিয়ে আমি খুশি। ছেলেদের কাছে এটা সুযোগ নিজেকে প্রতিষ্ঠা করার।" মোহনবাগানের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জিওহটস্টার এবং স্টার স্পোর্টসে, সন্ধ্যা সাড়ে ৭টায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার সুপার কাপের কিক-অফ।
  • প্রথম দিনেই গোয়ায় নামতে চলেছে কলকাতার দুই প্রধান– মোহনবাগান, ইস্টবেঙ্গল।
  • ২০১৫ সালের ২৫ এপ্রিল শেষবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল আর ডেম্পো।
Advertisement