shono
Advertisement
East Bengal

ঘরের মাঠে হার, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ধাক্কা ইস্টবেঙ্গলের

মাত্র ১০ মিনিটের মাথায় গোল হজম করার পরে আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল।
Published By: Anwesha AdhikaryPosted: 08:58 PM Mar 05, 2025Updated: 09:08 PM Mar 05, 2025

আর্কাদাগ: ১ (গুরবানভ)
ইস্টবেঙ্গল: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে ম্যাচে। বিপক্ষের প্রথম একাদশে নেই কোনও বিদেশি। তা সত্ত্বেও বুধবার আর্কাদাগকে হারাতে পারল না ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে প্রচুর পাস খেললেও সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারলেন না দিমিত্রিয়স দিয়ামান্তাকোসরা। বরং দুরন্ত কয়েকটি সেভ করে হারের ব্যবধান কমালেন প্রভসুখন গিল।

Advertisement

বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে আইএসএল সুপার সিক্সে ওঠার আশা শেষ ইস্টবেঙ্গলের। তাই এএফসি চ্যালেঞ্জ লিগকেই পাখির চোখ করেছিলেন লাল-হলুদ হেডস্যর অস্কার ব্রুজো। তাঁর ভরসা বাড়িয়েছিল ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্স। শেষ সাতটা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল হেরেছে মাত্র একটি ম্যাচে। জয় চারটি ম্যাচে। আর ড্র দুটি ম্যাচে। তাই এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো ফল করবে দল, সেই আশায় বুক বেঁধে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন লাল-হলুদ ভক্তকুল।

কিন্তু ইস্টবেঙ্গলের আশায় প্রথমেই জল ঢেলে দিলেন গুরবানভ। ম্যাচের বয়স যখন মাত্র ১০ মিনিট, তখন চোখ ধাঁধানো স্প্রিন্ট টানলেন তুর্কমেনিস্তানের তারকা। কাউন্টার অ্যাটাকে তিনি উঠে আসেন বক্স পর্যন্ত। সেখান থেকে বল ধরে বোকা বানান লাল-হলুদ রক্ষণকে। ঝাঁপিয়ে পড়েও শট বাঁচাতে পারেননি গিল। বাঁদিক ঘেঁষে জালে জড়িয়ে যায় বল।

মাত্র ১০ মিনিটের মাথায় গোল হজম করার পরে আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। বরং একের পর এক আক্রমণ শানায় আর্কাদগ। ইস্টবেঙ্গল ভালো খেললেও শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেননি মেসি বাউলিরা। পরপর কর্নার পেলেও নিট ফল শূন্য। দ্বিতীয়ার্ধে বাসিমভের গোলমুখী শট দুরন্ত সেভ করেন গিল। তাঁর অনবদ্য পারফরম্যান্সের কারণেই এদিন বড় ব্যবধানে জিততে পারল না আর্কাদগ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে তুর্কমেনিস্তানের ক্লাবটি। এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে ওঠার জন্য অ্যাওয়ে ম্যাচে গিয়ে বড় ব্যবধানে জিততে হবে সল ক্রেসপোদের। নয়তো আন্তর্জাতিক ট্রফিজয়ের স্বপ্নও শেষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে আইএসএল সুপার সিক্সে ওঠার আশা শেষ ইস্টবেঙ্গলের। তাই এএফসি চ্যালেঞ্জ লিগকেই পাখির চোখ করেছিলেন লাল-হলুদ হেডস্যর অস্কার ব্রুজো।
  • ইস্টবেঙ্গলের আশায় প্রথমেই জল ঢেলে দিলেন গুরবানভ। ম্যাচের বয়স যখন মাত্র ১০ মিনিট, তখন চোখ ধাঁধানো স্প্রিন্ট টানলেন তুর্কমেনিস্তানের তারকা।
  • ইস্টবেঙ্গল ভালো খেললেও শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেননি মেসি বাউলিরা। পরপর কর্নার পেলেও নিট ফল শূন্য।
Advertisement