shono
Advertisement
East Bengal

অনিশ্চিত আইএসএল! ভারতীয় ফুটবলে 'স্বচ্ছতা ও পরিকল্পনা'র দাবি ইস্টবেঙ্গলের দুই বাঙালি তারকার

সোশাল মিডিয়ায় উদ্বেগের কথা জানালেন দুই তারকা।
Published By: Arpan DasPosted: 02:14 PM Nov 09, 2025Updated: 02:14 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের সেরা লিগ আদৌ হবে কি না, সেই নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন। কারণ কোনও সংস্থাই আইএসএলের টেন্ডারের জন্য বিড করেনি। আইএসএল নিয়ে এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রেখেছে মোহনবাগান। ভারতীয় ফুটবলের এই দুরবস্থায় উদ্বিগ্ন ইস্টবেঙ্গলের দুই তারকা ফুটবলার। সোশাল মিডিয়ায় সেই উদ্বেগ উগরে দিলেন সৌভিক চক্রবর্তী ও দেবজিৎ মজুমদার।

Advertisement

ইস্টবেঙ্গলের মাঝমাঠের স্তম্ভ সৌভিক ফেসবুকের দীর্ঘ পোস্টে লিখেছেন, 'আইএসএলের বিডের এই ব্যর্থতা শুধু ব্যবসায়িক ধাক্কা নয়। আমার মতে, এটা দেখায় যে ভারতীয় ফুটবলকে পরিচর্যার সমস্যা কত গভীরে রয়েছে। এটা শুধু একটা লিগের বিষয় নয়। যখন দেশের সেরা লিগই অনিশ্চিত, তা দেশের তৃণমূল স্তরেও প্রভাব ফেলে। প্রতিটি ক্লাবের সঙ্গে যুক্ত প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টার ও অসংখ্য ভক্তরা একটা পথ দেখতে চায়। যেখানে কেউ দায়িত্ব নিয়ে ভরসা দেবে।'

তাঁর সংযোজন, 'আমাদের এখন স্বচ্ছতা, পরিকল্পনা ও একতা দরকার। যারা এই খেলার সঙ্গে মাঠে বা মাঠের বাইরে যুক্ত, তারা প্রত্যেকে একটা সুর্নিদিষ্ট গঠনতন্ত্র দেখতে চায়। যেখানে ফুটবল ভক্ত, লগ্নিকারী থেকে সাধারণ সমর্থকের আবেগ ও ভালোবাসাকে মূল্য দেবে। আমি আশা করি, এই বিষয়টি যত তাড়াতাড়ি সমাধান করা হবে। শুধুমাত্র ভারতের সেরা লিগের জন্য নয়, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য।'

অন্যদিকে ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারও ফেসবুকে লিখেছেন, 'একজন খেলোয়াড় হিসেবে, আমার প্রিয় ভারতীয় ফুটবলকে এত অনিশ্চয়তার মধ্যে আটকে থাকতে দেখে কষ্ট লাগে। ফুটবল সবসময়ই আমার মুক্তি, আমার আবেগ, আমার সবকিছু। কিন্তু যখন ভবিষ্যৎ অস্পষ্ট মনে হয়, তখন হৃদয় যন্ত্রণায় ভর্তি হয়ে ওঠে। তবুও আমরা খেলা চালিয়ে যাই। আশা করি খেলার প্রতি এই ভালোবাসাই আমাদের পথ দেখাবে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের সেরা লিগ আদৌ হবে কি না, সেই নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন।
  • কারণ কোনও সংস্থাই আইএসএলের টেন্ডারের জন্য বিড করেনি।
  • আইএসএল নিয়ে এই পরিস্থিতির জন্য অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রেখেছে মোহনবাগান।
Advertisement