shono
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গল থেকে বাদ হিজাজি-তালাল, নতুন ফুটবলারের খোঁজে বিদেশ যাবেন সিংটো

ইনভেস্টর ইমামিও ভীষণভাবে চাইছে, আইএসএল টেবলে নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটাতে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:30 PM May 14, 2025Updated: 12:30 PM May 14, 2025

দুলাল দে: পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে চুক্তিতে থাকা দুই বিদেশি মাদিহ তালাল এবং হিজাজি মাহের, দু'জনকেই ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। এই দুই বিদেশি ফুটবলারের পরিবর্ত নেওয়ার জন্য বিদেশে ফুটবলার পছন্দ করতে যাবেন ইস্টবেঙ্গলের 'হেড অব ফুটবল' থাংবই সিংটো। তবে নতুন বিদেশি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোচ অস্কার ব্রুজোর সবুজ সঙ্কেতই শেষ কথা।

Advertisement

বারবার আইএসএলের লিগ টেবলে নিচের দিকে থাকার পর এই মরশুমে তেড়েফুঁড়ে দল গড়তে নেমেছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইনভেস্টর ইমামির কর্তাদের সঙ্গে দল গঠন নিয়ে ঘনঘন বৈঠক করছেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। সেই সূত্রেই দলের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে ক্লাবের তরফে জুড়ে দেওয়া হচ্ছে প্রাক্তন ফুটবলার, ঘরের ছেলে তুষার রক্ষিতকে। তবে নাম থাকলেও এই মরশুমে সিনিয়র দল গড়ার ক্ষেত্রে অময় ঘোষালের খুব একটা ভূমিকা থাকছে না। সেই জায়গায় দল গড়ার ক্ষেত্রে এই মরশুমে ইমামি কর্তারা ভরসা রাখছেন সিংটোর উপর।

কোচ অস্কার ব্রুজো আর সিংটো আলোচনা করেই পুরো দলটা গড়ছেন। তাতেই সিদ্ধান্ত হয়েছে, হিজাজি এবং তালালকে চুক্তি থাকা সত্ত্বেও এই মরশুমে ছেড়ে দেওয়া হবে। এই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কিন্তু পারফরম্যান্স নয়। পুরোটাই চোট। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আপাতত যা খবর পেয়েছে, তাতে ডিসেম্বরের আগে এই দুই বিদেশি ফুটবলারের চোটমুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণেই কোনও ঝুঁকি না নিয়ে হিজাজি আর তালালের জায়গায় নতুন বিদেশি খুঁজতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল।

তবে শুধু বায়োডেটা দেখে ফুটবলার নির্বাচন করতে চাইছে না লাল-হলুদ। প্রাথমিকভাবে কিছু ফুটবলারকে পছন্দ করা হচ্ছে। তারপর এই পছন্দ করা ফুটবলারদের নিজের চোখে দেখে নিতে বিদেশে যাবেন সিংটো। ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল যেহেতু টেকনিক্যাল পোস্ট, তাই কোনও নন টেকনিক্যাল লোক নন, সিংটোকেই বিদেশে ফুটবলার পছন্দ করতে পাঠাবে ইস্টবেঙ্গল। তবে ইন্টার কাশী থেকে ফরোয়ার্ড এডমন্ড লালরিনডিকা ফিরছেন ইস্টবেঙ্গলে। এর আগে লাল-হলুদ জার্সিতে ডার্বিও খেলেছেন তিনি। এদের পাশাপাশি ব্রাজিলের মিডফিল্ডার মিগুয়েল ফেরইরা এবং সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচের সঙ্গেও কথা সেরে নিয়েছে লাল-হলুদ। প্রাথমিক একটা চুক্তিপত্রে সই করানো হয়েছে তাঁদের। কিছুদিনের মধ্যে পাকা চুক্তিপত্রেও সই করানো হবে।

এসব দেখেই লাল-হলুদ সমর্থকরা এই মরশুমে আশায় বুক বাঁধছেন, সামনের মরশুমে হয়তো দলের অবস্থার পরিবর্তন হবে। কারণ, এই সমর্থকদের মতো ইনভেস্টর ইমামিও ভীষণভাবে চাইছে, আইএসএল টেবলে নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারবার আইএসএলের লিগ টেবলে নিচের দিকে থাকার পর এই মরশুমে তেড়েফুঁড়ে দল গড়তে নেমেছেন ইস্টবেঙ্গল কর্তারা।
  • প্রাথমিকভাবে কিছু ফুটবলারকে পছন্দ করা হচ্ছে। তারপর এই পছন্দ করা ফুটবলারদের নিজের চোখে দেখে নিতে বিদেশে যাবেন সিংটো।
  • ব্রাজিলের মিডফিল্ডার মিগুয়েল ফেরইরা এবং সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচের সঙ্গেও কথা সেরে নিয়েছে লাল-হলুদ।
Advertisement