shono
Advertisement
East Bengal

বিশ্বজয়ের সেলিব্রেশন, রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল

দ্রুত জানানো হবে সংবর্ধনার স্থান ও সময়।
Published By: Subhajit MandalPosted: 09:24 PM Nov 04, 2025Updated: 10:35 PM Nov 04, 2025

শিলাজিৎ সরকার: বিশ্বজয়ী দুই ক্রিকেটার রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে সংবর্ধনা দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ইতিমধ্যেই বাংলার ক্রিকেটার রিচা এবং বঙ্গ ক্রিকেটের সঙ্গে একদা ওতপ্রোতভাবে জড়িত দীপ্তিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে লাল-হলুদ শিবির।

Advertisement

মঙ্গলবার লাল-হলুদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "ইস্টবেঙ্গল ক্লাব ভারতের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের দুই গর্বিত সদস্যা রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে তাঁদের অসাধারণ পারফরম্যান্স ও দেশকে গর্বিত করার জন্য। ক্লাবের পক্ষ থেকে সভাপতি এমএল লোহিয়া দুই ক্রিকেটারকেই আনুষ্ঠানিক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। ক্লাবের সদস্য ও দেশ-বিদেশের কোটি কোটি ক্লাব সমর্থকের পক্ষ থেকে তাঁদের এই ঐতিহাসিক সাফল্যের জন্যে অভিনন্দন জানানো হয়েছে।"

ইস্টবেঙ্গল জানিয়েছে, বাংলা তথা ভারতের সম্মান বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি স্বরূপ খুব শীঘ্রই এই দুই ক্রিকেটারকে তাঁদের সুবিধাজনক সময়ে সংবর্ধনা দেওয়া হবে। লাল-হলুদের বক্তব্য, রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে, উত্তরবঙ্গের ক্রীড়া স্পন্দনের প্রতিনিধিত্ব করেন এবং ইস্টবেঙ্গল ভাবধারার সাথে যুক্ত পরিবেশে বড় হওয়া। অপরদিকে দীপ্তি শর্মা বাংলার ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত, তিনি বহুদিন বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এরপর ভারতের হয়ে বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করেন। তাই তাঁদের কৃতিত্বকে স্বীকৃতি দিতে চায় লাল-হলুদ শিবির। ক্লাবের তরফে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ও স্থান শীঘ্রই ঘোষণা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বজয়ী দুই ক্রিকেটার রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে সংবর্ধনা দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব।
  • ইতিমধ্যেই বাংলার ক্রিকেটার রিচা এবং বঙ্গ ক্রিকেটের সঙ্গ ওতপ্রতভাবে জড়িত দীপ্তিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে লাল-হলুদ শিবির।
  • ইস্টবেঙ্গল জানিয়েছে, বাংলা তথা ভারতের সম্মান বৃদ্ধিতে অবদানের স্বীকৃতি স্বরূপ খুব শীঘ্রই এই দুই ক্রিকেটারকে তাঁদের সুবিধাজনক সময়ে সংবর্ধনা দেওয়া হবে।
Advertisement