সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে এবার সোজা প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি দেওয়া হয়েছে। লাল-হলুদ শিবিরের বক্তব্য, ভারতীয় ফুটবলের বর্তমান যা পরিস্থিতি, সেটা জাতীয় উদ্বেগের বিষয়। অবিলম্বে এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আইএসএলে স্পনসর জোগাড়ের বিষয়ে যেন সরকার হস্তক্ষেপ করে, সেই আর্জিও জানিয়েছে শতাব্দীপ্রাচীন ক্লাব।
মোদিকে লেখা চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া বলছেন, দেশের ফুটবলের ভবিষ্যৎ গভীর সংকটে। এখনও আইএসএল শুরু হয়নি। কবে হবে, আদৌ হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এর আশু সমাধান প্রয়োজন। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে ফুটবলার, ক্লাবকর্তা এমনকি, সমর্থকেরাও হতাশ। ফুটবল প্রশাসনে নীতিপঙ্গুত্ব, অহেতুক ঢিলেমি এ দেশে খেলাটার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।
সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় আরও ছ’ধাপ নেমে ১৪২ নম্বরে রয়েছে ভারত। চিঠিতে ইস্টবেঙ্গলের বক্তব্য, ১৯৫১, ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী দলের এই অধঃপতন মেনে নেওয়া যাচ্ছে না। এর দ্রুত সমাধান না করা গেলে ভারতীয় ফুটবল আরও কত তলানিতে চলে যাবে সেটা কল্পনাতীত। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে পূর্ণ আস্থা রয়েছে ক্লাবের। যে ভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সে ভাবেই দেশের ফুটবলের উন্নতিতে তিনি যেন এগিয়ে আসেন।" মোদির কাছে ইস্টবেঙ্গলের আর্জি, আইএসএল যাতে সুষ্ঠুভাবে হয়, তাতে যেন তিনি নজর দেন। দরকারে আইএসএলের স্পনসর জোগাড়ে তিনি যেন নজর দেন।
উল্লেখ্য, এই মুহূর্তে ভারতীয় ফুটবল খাদের কিনারে। আইএসএলের জন্য কোনও স্পনসর জোটেনি। পুরোটাই ঝুলে সুপ্রিম কোর্টে। কার্যত ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে দাঁড়িয়েছে ফেডারেশন। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্রধানমন্ত্রী সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ।
