প্রসূন বিশ্বাস: বুধবার কল্যাণীতে শিল্ডের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। আই লিগের এই দলটিতে কোনও বিদেশি নেই। সে দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল। তবে শিল্ডের প্রথম ম্যাচে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ লাল-হলুদ শিবির।
ইতিমধ্যেই সব বিদেশিকেই রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। আরও এক বিদেশি হিরোসি ইবিসুকিও চলে আসবেন শিল্ডের দ্বিতীয় ম্যাচের আগে। লাল-হলুদের সহকারি কোচ বিনো জর্জ বলেন, "আমরা শিল্ডকে হালকাভাবে নিচ্ছি না। বরং সুপার কাপের ড্রেস রিহার্সাল হিসাবে দেখছি। পুরো দলকেই খেলতে দেখা যাবে শিল্ডে। নতুন বিদেশিও দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই চলে আসবে।" দলে আপাতত চোট-আঘাতের সমস্যা নেই বলে জানান ইস্টবেঙ্গলের সহকারি কোচ। তবে রিজার্ভ দলের কিছু ফুটবলারকে কয়েকদিন আগে দেখেছেন অস্কার। তাঁদের মধ্যে কয়েকজনকে শিল্ডে দেখে নিতে পারেন। রিজার্ভ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে সিনিয়র টিম। সেই ম্যাচে সিনিয়ররা ড্র করায় অনেকেই ভুরু কুঁচকেছিলেন। তবে সেই ম্যাচের ফলাফলকে গুরুত্ব দিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আসলে দল গঠনের জন্য সেই ম্যাচে একাধিক পরিকল্পনা প্রয়োগ করা হয়েছিল। পিতৃবিয়োগের জন্য ডুরান্ড ডার্বি খেলতে পারেননি মহম্মদ রশিদ। এদিন বিনো জর্জের সঙ্গে তিনিও এসেছিলেন সাংবাদিক সম্মেলনে। ডার্বি নিয়ে কথা না বললেও, ডুরান্ডে ডায়মন্ডহারবারের কাছে হেরে বিদায় নেওয়াকে অতীত বলছেন লাল-হলুদের এই বিদেশি ফুটবলার। রশিদ বলছেন, "ডায়মন্ডহারবার ম্যাচ আমাদের কাছে এখন অতীত। কোচের নির্দেশ মতো আমরা সামনের দিকে তাকাতে চাই।"
শিল্ডের জন্য বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করছে ইস্টবেঙ্গল। সেখানে মাত্র সাতদিন অনুশীলন করেই কলকাতায় শিল্ড খেলতে এসেছে শ্রীনিধি। এতদিন সন্ধ্যায় টিম অনুশীলন করলেও যেহেতু শিল্ডের ম্যাচ শুরু হবে দুপুর তিনটে থেকে, তাই মঙ্গলবার সকালে রশিদদের অনুশীলন করালেন অস্কার ব্রুজো। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে শিল্ডে যাত্রা শুরু করতে চাইছে লাল-হলুদ শিবির। শিল্ড আর সুপার কাপে ভালো ফল করতে পারলে সমর্থকদের আস্থা অনেকটাই অর্জন করতে পারবেন সল ক্রেসপোরা। গত কয়েক বছর আইএসএলে টিম ভালো না খেলায়, যথেষ্ট হতাশ লাল-হলুদ সমর্থকরা। ইস্টবেঙ্গলের পরের ম্যাচে প্রতিপক্ষ ১৪ অক্টোবর। প্রতিপক্ষ নামধারী এফসি।
আজ আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি
দুপুর ৩.০০, কল্যাণী, সরাসরি এসএসইএন অ্যাপে
