সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ফাইনাল। তার আগে ফাইনালের মহড়া সেরে ফেলল ইস্টবেঙ্গল। ট্রফি জিতেই নেপাল থেকে কলকাতায় ফিরবে দল। এই প্রতিজ্ঞা নিয়েই যেন গোটা প্রতিযোগিতায় খেলছে ইস্টবেঙ্গলের মহিলা দল। সেই লক্ষ্যে আপাতত ঝলমলে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। ২০ ডিসেম্বর নেপালের যে দলের সঙ্গে ফাইনালযুদ্ধ, সেই এপিএফ ক্লাবের বিরুদ্ধেই বুধবার খেলল কলকাতার লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। তবে জয়ের হ্যাটট্রিকের পর সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রথম ড্র করল লাল-হলুদ।
এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে ২-০ গোলে জেতে লাল-হলুদের মহিলা দল। রবিবার বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-০ গোলে ছত্রভঙ্গ করে ফাইনালে উঠেছিলেন সুলঞ্জনা রাউল, ফাজিলা ইকওয়াপুটরা। বুধবার শেষ রাউন্ড-রবিন ম্যাচে নেপালের এপিএফ ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল।
বুধবার ফাইনাল দেখতে কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন অসংখ্য দর্শক। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এপিএফ এফসি যথেষ্ট শক্তিশালী। করাচি সিটি এফসি-কে ১-০ গোলে হারিয়ে সাফের ফাইনালে উঠেছিল তারা। 'মশাল গার্লস'দের সঙ্গেও লড়াই জমিয়ে দিয়েছিল নেপালের দল। প্রথমার্ধে দুই দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই দেখা গেল। দুই দলই বেশ কিছু সুযোগ আদায় করলেও সেখান থেকে গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও অবশ্য কোনও গোল হয়নি। ম্যাচটি ড্র হওয়ায় লিগ পর্বে অপরাজিত রইল লাল-হলুদ। চার ম্যাচে ১৩টি গোল করেছেন ইস্টবেঙ্গল। কোনও গোল হজম করেনি তারা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল মশাল গার্লসরা। দ্বিতীয় স্থানে এপিএফ। ৪ ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে নেপালের ক্লাব। আগামী ২০ ডিসেম্বর, শনিবার প্রথম সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনাল যে সহজ হবে না, তা বুধবারের লড়াই দেখে অনুমেয়।
