ইস্টবেঙ্গল: ৩ (শিলকি, ফাজিলা, রেস্টি)
বাম খাতুন: ১ (মোনা)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে দুর্দান্ত শুরু ইস্টবেঙ্গলের মেয়েদের। গ্রুপ পর্বের ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ ছিল বাম খাতুন এফসি। ইরানের ঘরোয়া লিগে ১১ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে উজ্জীবিত ফুটবল খেলে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল অ্যান্থনি অ্যান্ড্রজের দল।
উহানে প্রথম ম্যাচে শক্ত প্রতিপক্ষর সামনে আক্রমণাত্মক শুরু করেন ফাজিলা ইকওয়াপুট, সৌম্যা গুগুলোথরা। চার মিনিটের মধ্যেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। অসাধারণ গোল শিলকি দেবীর। গোলের পর বাম খাতুনের ব্যাকলাইনের উপর চাপ বজায় রাখে লাল-হলুদ। ১৪ মিনিটে সৌম্যার শট সাইড নেটে লাগে। ২০ মিনিটে ইরানের দলটির সামনেও সুযোগ আসে। তবে লাল-হলুদ ডিফেন্স সজাগ থাকায় গোল হয়নি।
২৮ মিনিটে সৌম্যার গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। ৩২ মিনিটে উগান্ডার স্ট্রাইকার ফাজিলার গোলে ব্যবধান বাড়ান মশাল গার্লসরা। ৪৩ মিনিটে সুযোগ আসে বাম খাতুনের। যদিও তা ফলপ্রসূ ছিল না। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে পেনাল্টি পায় ইরানের দল। মোনা হামুদির গোলে ব্যবধান কমায় বাম খাতুন। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ছিল ইস্টবেঙ্গলের পক্ষে ২-১।
দ্বিতীয়ার্ধ শুরুর দু'মিনিটের মধ্যে সুযোগ পেয়ে গিয়েছিলেন ফাজিলা। একক দক্ষতায় বিপক্ষের বক্সে আক্রমণ শানিয়েছিলেন। বাম খাতুনের এক ডিফেন্ডার গোল লাইন ক্লিয়ারেন্স করেন। ৭৮ মিনিটে ফাজিলার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৮৬ মিনিটে বাম খাতুনের কফিনে তৃতীয় পেরেক পুঁতে দেন লাল-হলুদের ১৬ নম্বর রেস্টি নানজিরি। দূরপাল্লার শটে দর্শনীয় গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা দল।
