shono
Advertisement
Erling Haaland

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, প্লে-অফে নামবে ইটালি

বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করেছেন ম্যাঞ্চেস্টার সিটির এই 'গোল মেশিন'।
Published By: Prasenjit DuttaPosted: 10:32 AM Nov 17, 2025Updated: 10:36 AM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ খেলেছিল নরওয়ে। তারপর বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি 'নিশীথ সূর্যের দেশ'। আর্লিং হালান্ডের জোড়া গোলের সৌজন্যে ইটালিকে হারিয়ে দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের টিকিট পেল নরওয়ে। অন্যদিকে, পরাজয়ের টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার অনিশ্চয়তায় ডুবেছে ইটালি। 

Advertisement

গ্রুপ শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে 'আই' গ্রুপের এই ম্যাচে ইটালির বিরুদ্ধে নেমেছিল নরওয়ে। রবিবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে নিজেদের ঘরের মাঠে ইটালিকে মাটি ধরিয়ে দিয়ে ৪-১ গোলে জয় পেয়েছেন হালান্ডরা। এর ফলে গ্রুপের সমস্ত ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করল নরওয়ে।

দ্বিতীয় স্থানে থাকা ইটালির পয়েন্ট ১৮। সরাসরি বিশ্বকাপে পৌঁছতে না পারলেও এখনও সুযোগ রয়েছে তাদের। আগামী বছরের মার্চে আজ্জুরিদের খেলতে হবে প্লে-অফে। তবে, সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না তাদের। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি ইটালি। ২০২৬ বিশ্বকাপেও তাদের দেখা যাবে কি না, সে ব্যাপারেও আশঙ্কা তৈরি হয়েছে।

১১ মিনিটে এসপোসিতোর গোলে এগিয়ে গিয়েছিল ইটালি। প্রথমার্ধজুড়ে আজ্জুরিদেরই দাপট বেশি ছিল। ৬৩ মিনিটে নুসার গোলে সমতায় ফেরে নরওয়ে। ৭৮ মিনিটে হালান্ডের গোলে ব্যবধান বাড়ে। এক মিনিট পরে ফের স্কোর লাইনে অবদান রাখেন ম্যাঞ্চেস্টার সিটির এই 'গোল মেশিন'। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+৩) ইটালির জালে চতুর্থবার বল জড়ান জার্গেন স্ট্র্যান্ড। বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করেছেন হালান্ড। তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন নরওয়ে সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ খেলেছিল নরওয়ে।
  • তারপর বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি 'নিশীথ সূর্যের দেশ'।
  • আর্লিং হালান্ডের জোড়া গোলের সৌজন্যে ইটালিকে হারিয়ে দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের টিকিট পেল নরওয়ে।
Advertisement