shono
Advertisement
Euro Cup 2024

শীর্ষস্থানের লক্ষ্যে নামছে ফ্রান্স-ইংল্যান্ড-নেদারল্যান্ডস, নকআউটের আগে গোল-খরাই চিন্তা তিন দলে

শেষ ম্যাচের পারফরম্যান্স ঘিরে সমালোচনার মুখে তিন দলই।
Published By: Anwesha AdhikaryPosted: 01:42 PM Jun 25, 2024Updated: 05:18 PM Jul 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দলই রয়েছে এবারের ইউরোর সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায়। গ্রুপ পর্বের প্রথম দু’টো রাউন্ডের পর তিন দলেরই নকআউটের টিকিট প্রায় নিশ্চিত। তবে তাদের সকলেরই লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কারণ সেক্ষেত্রে শেষ ষোলোয় তুলনায় সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা আছে। আর সেই লক্ষ্য পূরণের লড়াইয়ে ফ্রান্স, নেদারল্যান্ডস আর ইংল্যান্ড- তিন মহাশক্তিরই চিন্তা ফরোয়ার্ড লাইনের ফর্ম।

Advertisement

মঙ্গলবার শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড প্রথম দু’ম্যাচ হেরে ইউরো (Euro Cup 2024) থেকে বিদায় নিয়েছে। তবে সেই তথ্য স্বস্তি দিতে পারছে না ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁকে। কারণ, চলতি প্রতিযোগিতায় তাঁরাই একমাত্র দল যাদের কোনও ফুটবলার গোল করতে পারেননি। অস্ট্রিয়ার বিরুদ্ধে দেশঁরা জিতেছেন আত্মঘাতী গোলে। অবশ্য শুধু ইউরোই নয়, ফরাসি (France) ফুটবলারদের গোল খরা বেশ পুরনো। জাতীয় দলের হয়ে শেষ ৩০ ম্যাচে আতোঁয়া গ্রিজম্যানের গোলসংখ্যা মাত্র ২। নিজেদের শেষ ২২ ম্যাচে ওসমানে ডেম্বেলে গোল করেছেন একটি, মার্কাস থুরাম দু’টি। এই অবস্থায় তাই শেষ ২২ ম্যাচে ১৮ গোল করা কিলিয়ান এমবাপের দিকেই তাকিয়ে দেশঁ। গত ম্যাচে না খেললেও শেষ দু’দিন পুরোদমে প্রক্যাটিস করেছেন এমবাপে। তাঁর প্রত্যাবর্তন প্রসঙ্গে সতীর্থ অরেলিয়া চুয়ামেনি বলেছেন, “কিলিয়ান মাঠে ফিরতে মুখিয়ে আছে। আশা করছি ও পরের ম্যাচটা খেলবে। আর ওর ফেরাটা আমাদের জন্য ভালো খবর।” তবে এমবাপে আর ডেম্বেলে আর একটা হলুদ কার্ড দেখলেই নির্বাসিত হবেন। পোল্যান্ড ম্যাচে দল সাজানোর ক্ষেত্রে সেটাও মাথায় রাখতে হচ্ছে কোচ দেশঁকে।

[আরও পড়ুন: বাংলাদেশকে হারাতে চোটের ‘অভিনয়’! সেমিতে উঠেও প্রবল সমালোচনার মুখে আফগানিস্তান

অন্যদিকে, দু’ম্যাচে চার পয়েন্ট পেলেও গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডকে (England) কড়া সমালোচনার মধ‌্যে পড়তে হচ্ছে। ডেনমার্কের বিরুদ্ধে হ‌্যারি কেনদের পারফরম্যান্সের জন্য। যে সমালোচনার জবাবে অধিনায়ক কেন বলে দিয়েছেন, “প্রাক্তনদের মনে রাখা উচিত, ওঁরা যা বলেন, সেটা সবার পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে টিমে যারা নতুন আসে, তাদের মনের উপর প্রভাব পড়ে। আমি সব সময় মনে করি, প্রাক্তনদের দেশের ফুটবলের প্রতি একটা দায়িত্ব রয়েছে। আর একটা কথা। বিশ্বফুটবলে বড় টুর্নামেন্ট ইংল‌্যান্ড জেতেনি বহু দিন হয়ে গেল। যাঁরা এ সমস্ত কথা বলছেন, তাঁদের অনেকেই পুরনো টিমে ছিলেন। কাউকে উদ্দেশ‌্য করে নয়, বাস্তবটা বলছি।” স্লোভেনিয়ার বিরুদ্ধে ভালো খেলে মাঠেও জবাব দিতে চান কেনরা। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে মাঝমাঠে খেলানো নিয়ে সমালোচনা হয়েছে কোচ সাউথগেটের। শেষ ম্যাচে তাঁর পরিবর্তে কোল পালমার ঢুকতে পারেন দলে। গ্রুপে অন্য ম্যাচে ডেনমার্ক খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। ড্যানিশদেরও গ্রুপ শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে।

দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-র শীর্ষে আছে নেদারল্যান্ডস (Netherlands)। তার উপর শেষ ছয় সাক্ষাতে প্রতিবারই ডাচদের কাছে হেরেছে অস্ট্রিয়া। তবে বার্লিনে শেষ ম্যাচ খেলতে নামার আগে কিছুটা চাপেই রয়েছেন কোচ কোমান। কারণ শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেননি মেম্ফিস ডিপে, কোডি গাকপোরা। ইউরোর আগে চার ফ্রেন্ডলি ম্যাচে ১৩ গোল করা দলটার ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা নকআউটে যাওয়ার আগেই মিটিয়ে ফেলতে চাইছেন কোচ কোমান। নিজেই বলছেন, “ফ্রান্সের বিরুদ্ধে আমরা সেরা ছন্দে ছিলাম না। গুরুত্বপূর্ণ সময়ে বলের দখল হারিয়েছি। ফরোয়ার্ডরা অনেকও ক্ষেত্রে তাড়াহুড়ো করেছে।” অন্যদিকে, পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের দৌড়ে ঢুকে পড়েছে অস্ট্রিয়াও। ডাচদের থেকে পয়েন্ট কেড়ে শেষ ষোলোর টিকিট জোগার করাই লক্ষ্য কোচ রালফ রাঙ্গনিকের।

[আরও পড়ুন: সেমিফাইনালে বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে যাবে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ! ফাইনালে পৌঁছবে কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এমবাপে আর ডেম্বেলে আর একটা হলুদ কার্ড দেখলেই নির্বাসিত হবেন। পোল্যান্ড ম্যাচে দল সাজানোর ক্ষেত্রে সেটাও মাথায় রাখতে হচ্ছে কোচ দেশঁকে।
  • ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে মাঝমাঠে খেলানো নিয়ে সমালোচনা হয়েছে কোচ সাউথগেটের। শেষ ম্যাচে তাঁর পরিবর্তে কোল পালমার ঢুকতে পারেন দলে।
  • বার্লিনে শেষ ম্যাচ খেলতে নামার আগে কিছুটা চাপেই রয়েছেন কোচ কোমান। কারণ শেষ ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেননি মেম্ফিস ডিপে, কোডি গাকপোরা।
Advertisement