সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমজমাট গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত ইউরোর (Euro Cup 2024) রাউন্ড অফ সিক্সটিনের সূচি। প্রি-কোয়ার্টার ফাইনাল অর্থাৎ শেষ ষোলোয় কঠিন প্রতিপক্ষের সামনে পড়ছে ফ্রান্স। পর্তুগাল-জার্মানিকেও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে।
গতকাল ইউরোর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডে-তে গ্রুপ এফের ছবিটা স্পষ্ট হয়ে যায়। খানিক অপ্রত্যাশিতভাবে জর্জিয়ার কাছে পরাস্ত হয় পর্তুগাল। গ্রুপের অন্য ম্যাচে তুরস্ক ২-১ গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে। ফলে এই গ্রুপ থেকে পর্তুগাল, তুরস্ক এবং তৃতীয় স্থানে থেকে জর্জিয়া নক আউট পর্বে চলে গিয়েছে। একই সঙ্গে চূড়ান্ত হয়ে গিয়েছে শেষ ষোলোর সূচি।
[আরও পড়ুন: ‘গায়ানায় অ্যাডভান্টেজ ইংল্যান্ড’, সেমিযুদ্ধের আগে ‘বিন্দাস’ স্বীকারোক্তি রোহিতের]
এক নজরে ইউরোর শেষ ষোলো:
ইটালি বনাম সুইজারল্যান্ড ২৯ জুন রাত ৯.৩০
জার্মানি বনাম ডেনমার্ক ২৯ জুন রাত ১২.৩০
ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া ৩০ জুন রাত ৯.৩০
স্পেন বনাম জর্জিয়া ৩০ জুন রাত ১২.৩০
ফ্রান্স বনাম বেলজিয়াম ১ জুলাই রাত ৯.৩০
পর্তুগাল বনাম স্লোভেনিয়া ১ জুলাই রাত ১২.৩০
রোমানিয়া বনাম নেদারল্যান্ডস ২ জুলাই রাত ৯.৩০
অস্ট্রিয়া বনাম তুরস্ক ২ জুলাই রাত ১২.৩০
[আরও পড়ুন: মমতার সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে শাহী দরবারে অনন্ত মহারাজ, তুঙ্গে জল্পনা]
শেষ ষোলোর টানটান লড়াই হওয়ার কথা ফ্রান্স এবং বেলজিয়ামের (Belgium)। যদিও চলতি ইউরোয় কোনও দলই নিজেদের সেরা ফর্মে নেই। আবার জার্মানিকে কড়া টক্কর দিতে পারে ডেনমার্ক। লড়াই কঠিন বিশ্রী ফর্মে থাকা ইংল্যান্ডেরও। রোনাল্ডোর পর্তুগালকে লড়তে হবে উদ্বুদ্ধ স্লোভেনিয়ার বিরুদ্ধে।